X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কানে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি ছবি

জনি হক
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৮

‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ এর পোস্টার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের শর্ট ফিল্ম কর্নারের ক্যাটালগে এর নাম দেখা যাচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’-এর নির্মাতা জসিম উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কানের ৭১তম আসরের শর্ট ফিল্ম কর্নারে ছবিটি জমা দিয়েছিলাম। এই কর্নারে দেখানোর জন্য আয়োজকরা এটি নির্বাচন করেছেন। এজন্য আমি খুব খুশি।’
কানের শর্ট ফিল্ম কর্নারে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছোট দৈর্ঘ্যের ছবিগুলো দেখানো হয়। এর মাধ্যমে এগুলোর নির্মাতাদের সামনে নতুন দুয়ার খোলে। ফিল্ম প্রফেশনালদের সঙ্গে তাদের ভাবনার আদান-প্রদান হয়।
জসিম আহমেদের আগের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’ অংশ নিয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে। এ নিয়ে টানা দ্বিতীয়বার এ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন তিনি। বাংলা ট্রিবিউনকে এই নির্মাতা বললেন, ‘আগামী ৫ মে কানের উদ্দেশে যাত্রা করবো। থাকবো পুরো উৎসবে।’
প্রায় ৫ মিনিট ব্যাপ্তির ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’-এর সারসংক্ষেপে বলা হয়েছে— একটি রোহিঙ্গা শিশু ওপরের দিকে একজোড়া স্যান্ডেল দেখাচ্ছে তাদের, যারা সব জেনেশুনেও মুখ ফিরিয়ে রেখেছে।
ছবিটি পুরো অংশই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মোবাইল ফোনে ধারণ করেছেন নির্মাতা জসিম আহমেদ। সম্পাদনাও তারই করা। এর চিত্রনাট্যকার ফরিদ আহমেদ। সংগীত পরিচালনা ও শব্দসজ্জা করেছেন রিপন নাথ।
এদিকে জার্মানির ইন্ডিপেন্ডেন্ট ডেজ ইন্টারন্যাশনাল ফিল্মফেস্টেও নির্বাচিত হয়েছে ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’।
এর আগে তুরস্কের ‘হাঁক- ইস’ চলচ্চিত্র উৎসবে ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’-এর জন্য সেরা পরিচালকের  পুরস্কার পান জসিম উদ্দিন আহমেদ। এছাড়া ইতালির নেপলস মানবাধিকার চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ও ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ছবিটি।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা