X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৮

আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বাংলা চলচ্চিত্রকে জনগণের আরও কাছে আনার প্রয়াস থেকে ১৭বারের মতো আয়োজিত হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’।
এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
আজ (১২ ফেব্রুয়ারি) থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ আয়োজন চলবে। এবারের চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের প্রথম দিন; বিকাল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’।
এরপরের দিনগুলোতে প্রতিদিন তিনটির বা অধিক ছবি দেখানো হবে।
১৭ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৭ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।
উল্লেখ্য, ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’এই স্লোগানকে সামনে রেখে চলচ্চিত্র নিয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এছাড়াও প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা