X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জান্নাত: পোস্টারই দিলো ভিন্ন ইঙ্গিত

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০২

ছবিটির পোস্টার গ্রামের সহজ-সরল দুই তরুণ-তরুণীর গল্প। ধর্মীয় অনুশাসনে সাধারণভাবেই চলছিল তাদের জীবন। এরপর হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে তরুণটির মধ্যে। বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ে সে। তাদের প্রেমের মাঝে তৈরি হয় বিশাল দূরত্ব।
ঠিক, এমন একটি গল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলতে চেয়েছেন ‘জান্নাত’ ছবিতে।
ছবিতে রহস্য ধরে রাখতে গল্পের পরিণতি জানাননি তিনি। তবে সেই আগ্রহ আরও বাড়িয়ে তুলল এর পোস্টার।
১২ ফেব্রুয়ারি বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবিটির পোস্টার প্রকাশ করেছেন মানিক। সেখানে পাওয়া গেল ভিন্ন রকমের মাহিয়া মাহি ও সাইমন সাদিককে। ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেছেন তারা দুজন।
এদিকে পোস্টার প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ছবির ইঙ্গিতটাই পোস্টারে ধরতে চেয়েছি। এজন্য অনেক সময় নিয়ে এটি তৈরি করা। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল সায়েম। তিনি সবসময় মৌলিক পোস্টার তৈরি করেন। আশা করি সবার ভালো লাগবে। আর এটি প্রকাশের পর এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি।’


'জান্নাত' ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মাহি ও সাইমনকে। এছাড়াও আছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। ছবিটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া। ছবিটি শিগগিরই মুক্তি পাবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার