X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভালোবাসার গানগুলো (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯

হাবিব, পার্থ-নিথিতা, আনিলা-তপু ও শফিক তুহিন ভালোবাসা দিবসে গানে, ভিডিওতে ভক্তদের শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন শিল্পীরা। তাই দিবসটির আগে এমনকি পরদিনও একাধিক গান অবমুক্ত হয়েছে। যার বেশিরভাগই এসেছে ইউটিউবে। এতে যেমন দেশের শীর্ষ তারকা সামিল হয়েছেন, তেমনি ছিলেন তরুণ শিল্পীরাও। আর গানগুলো সবই রোমান্টিকতায় পূর্ণ। ভালোবাসার এ গানগুলোর কিছু অংশ নিয়েই এ আয়োজন-

অন্তরাত্মা জানে:
সংগীতশিল্পী ও গীতিকার শফিক তুহিন এই ভালোবাসা দিবসে হাজির হয়েছেন ‘অন্তরাত্মা জানে’ গানের ভিডিও নিয়ে। এর কথা লিখেছেন প্লাবন কোরেইশি। আর সুর ও সংগীতে আছেন শফিক তুহিন নিজেই। সৌমিত্র ঘোষ ইমনের নির্মাণে এই গানের ভিডিওতে মডেল হয়েছেন অন্তু করিম ও সূচনা। ‘অন্তরাত্মা জানে’ প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ব্যানারে। 

ভাবিনি:
এর মাধ্যমে অনেকদিন পর নতুন গানে কাজ করলেন পার্থ বড়ুয়া। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। গানটি লিখেছেন নিশিতা আর সুর-সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া নিজেই। গত বছরের শেষ দিকে দুই শিল্পী মিউজিক ভিডিওটির শুটিং  শ্রীমঙ্গলে করেছেন। ভিডিওটি পরিচালনা করেছেন বাবু। গানচিল মিউজিক তাদের ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করেছে।

ভালোবাসি:

এ গানটির কথা লিখেছেন আলী আশরাফ এবং সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। আর এ গানের মাধ্যমে জনপ্রিয় জুটি ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার আবারও দর্শক-শ্রোতাদের সামনে এলেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রম্য খান। ভিডিওটিতে অংশ নিয়েছেন এমবিএম সুমন ও আফ্রি। সুবর্ণ ভূমি ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশিত।

তোমার চোখে জল:
এটি সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের একটি মিউজিক্যাল ফিল্ম। কণ্ঠ-সুর-সংগীতে যথারীতি হাবিব নিজেই। লিখেছেন গুঞ্জন রহমান। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন গায়ক নিজে। সঙ্গে আছেন নতুন মুখ আয়েশা মারজানা। গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে অবমুক্ত হয়েছে।

আমি কে:
এ গানটির মাধ্যমে অনেকদিন পর জনপ্রিয় সংগীতশিল্পী তপু ও আনিলা শ্রোতাদের সামনে এলেন। গানটির কথা ও সুর করেছেন তপু নিজেই। সংগীতে আছেন ফুয়াদ। গানটির ভিডিও করেছেন সংগীতশিল্পী তপু আর এতে মডেল হয়েছেন তার স্ত্রী নাজিবা। জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি অবমুক্ত করা হয়েছে।

আমার পরান যাহা চায়:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার পরান যাহা চায়' গানটি গেয়েছেন সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলি'র ইউটিউব চ্যানেলে এটি এসেছে। গানটির সংগীতায়োজনে আছেন আরেফিন খন্দকার নিপুণ, ভিডিও পরিচালনায় ইয়ামিন এলান। এতে মডেল হয়েছেন সংগীতশিল্পী নিজেই।

/এম/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার