X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তাদের কণ্ঠে ‘চা’য়ের গল্প

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০২

একই গানে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও সালমা! বিষয়টিও ব্যতিক্রম। চা। এক কাপ চা!
হ্যাঁ, ঠিকই পড়েছেন আপনি। বাংলাদেশ টি এক্সপো’র প্রমোশনের জন্য তৈরি হয়েছে একটি গান ও ভিডিও। যেখানে ‘চা’য়ের জন্য ভালোবাসার গল্প বলেছেন এই শিল্পীরা। সংগীতাঙ্গনের চার সময়ের এই চার তারকাকে নিয়ে নির্মিত গানটির কথা ও সুর করেছেন রশীদ খান। সংগীতায়োজনে ছিলেন পার্থ বড়ুয়া।
পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও সালমা লক্ষ্য রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ টি এক্সপো- ২০১৮। যা চলবে মোট ৩ দিন, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ চা বোর্ড অসাধারণ এমন একটি আয়োজন করছে। আর চা তো আমাদের যাপিত জীবনের সঙ্গে মিশে গেছে। সবমিলিয়েই গানটিতে অংশ নিয়ে বেশ উৎসাহ পেয়েছি।’
দেশি-বিদেশি চা উৎপাদনকারী, বাগান মালিক, চা বিপণনকারী প্রতিষ্ঠানসহ ‘চা’ বিষয়ক সবকিছুরই দেখা মিলবে এ প্রদর্শনীতে। আর তাই আগ্রহীদের জানান দিতেই এই ‘এক কাপ চা’ নামের থিম সংয়ের আয়োজন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যার প্রকাশ ঘটেছে সম্প্রতি।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলার তিন দিনই থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড ও কণ্ঠশিল্পীদের সরাসরি সংগীত পরিবেশনা। এরমধ্যে রয়েছে সোলস, চিরকুট, শুভ, ঐশীসহ অনেকেই।

এই মেলার অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।
এক কাপ চা:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার