X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাম একই গল্পটা আলাদা

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৭

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইফতেখার আহমেদ ফাহমি নিজের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করেন বিশেষ নাটক ‘স্বরে অ’। চ্যানেল আইতে প্রচার হওয়া এ নাটকের গল্পে উঠে আসে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ছায়াপুর নামে একটি গ্রামের চিত্র। যেখানে সবাই একে অন্যের সঙ্গে শব্দহীন কথা বলা শুরু করেন। এই আন্দোলনের নেতৃত্ব দেন গ্রামের এক শিক্ষক। মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার না পাওয়া পর্যন্ত তারা এই বোবা প্রতিবাদ চালিয়ে যান।
নতুন ‘স্বরে অ’ নাটকের একটি দৃশ্য এদিকে ২০১৮ সালের এই ফেব্রুয়ারিতে এসে একই নামে নিজের চিত্রনাট্যে নতুন নাটক নির্মাণ করলেন ফেরদৌস হাসান। এবারের গল্প আলাদা হলেও প্রেক্ষাপট একই- বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সদ্য নির্মিত এই নাটকে উঠে এসেছে বাংলা ভাষা নিয়ে সাম্প্রতিক কিছু বিষয়।
পরিচালক জানান, একুশ শতকের পরিপ্রেক্ষিতে দেশের জন্য, ভাষার জন্য সকলের কী মমত্ববোধ থাকতে পারে সেটা তুলে আনার চেষ্টা রয়েছে এই নাটকে। তিনি বলেন, ‘সবার আগে কথার সঙ্গে কাজের যে মিল সেটা থাকতে হবে এবং প্রবাসে গিয়ে বাড়ি-গাড়ি করে দেশপ্রেমের কথা বলা মানে নিজের সঙ্গে প্রতারণা করা। এসব বিষয় নিয়েই গল্পটি এগিয়েছে।’
২০১৫ সালের ‘স্বরে অ’ নাটকে অভিনয় করেছেন রানী সরকার, আহমেদ রুবেল, জয়রাজ, মম, অপর্ণা ঘোষ প্রমুখ। আর এবারের নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সুমাইয়া শিমু, ইমন, জিয়াউল হাসান কিসলু, শাজাহান আলী সাজু, এমিলা, রীনা রহমান, সিদ্দিক মাস্টার প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম ঋষা। ক্যানসার নিয়ে গবেষণা করা একটি মেয়ের চরিত্র। আমেরিকা থেকে দেশে আসার পর আমার মধ্যে ভাষা ও দেশ নিয়ে একটা ভিন্ন ভালোবাসা-আবেগ তৈরি হয়, এরপর ঘটতে থাকে নানান ঘটনা। ভাষা বিষয়ে দারুণ একটি গল্প।’
নির্মাতা জানান ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে এনটিভিতে।

পুরনো নাটকটি:

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)