X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘মায়া’র জন্য ঢাকায় মুমতাজ

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪১

‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিতে মুমতাজ সরকার (ছবি: সংগৃহীত) বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার শাহবাগের পাঠক সমাবেশে ‘মায়া, দ্য লস্ট মাদার’ নামের ছবিটির শুটিং হয়েছে। 

ছবিটিতে ডা. মানবী বোস চরিত্রে দেখা যাবে মুমতাজকে। মেয়েটি যুদ্ধশিশু। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনেই এ ছবির কাহিনি।

‘মায়া, দ্য লস্ট মাদার’-এর দৃশ্য (ছবি: সংগৃহীত) বিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে মুমতাজ সরকারের ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশেই! মেহরিনের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন তিনি। তার বাবার জন্মও বাংলাদেশে টাঙ্গাইলে।
কলকাতায় ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘তিন অঙ্ক’, ‘কয়েকটি মেয়ের গল্প’সহ বেশকিছু ছবিতে কাজ করেছেন মুমতাজ। এ বছর ভারত থেকে অস্কারের বিদেশি ভাষার ছবি বিভাগে অংশ নেওয়া ‘রক্তকরবী’র নায়িকাও তিনি। এছাড়া হিন্দি ছবিতে ‘সালা খারুস’-এ অভিনয় করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।

‘মায়া, দ্য লস্ট মাদার’-এর দুই অভিনয়শিল্পীর পাশে নির্মাতা মাসুদ পথিক (ছবি: সংগৃহীত) ‘মায়া, দ্য লস্ট মাদার’ পরিচালনা করছেন ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর সুবাদে জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা মাসুদ পথিক। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ছবিটির শুটিং চলবে। এরপর ১ থেকে ২৯ মার্চ পর্যন্ত তারা কাজ করবেন নরসিংদীর রায়পুরা গ্রামে। সেখানেই শিল্পী শাহাবুদ্দিন আহমেদের বাড়ি।

এ ছবিতে আরও অভিনয় করছেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, সৈয়দ হাসান ইমাম, লীনা ফেরদৌসী, ঝুনা চৌধুরী, নাজমা আকতার, দেবাশীষ কায়সার প্রমুখ। এছাড়া প্রায় ২০ জন কবির অভিনয় করার কথা রয়েছে।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!