X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শ্রীদেবীকে ভক্ত-তারকাদের অশ্রুসিক্ত শ্রদ্ধা

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২

মরদেহবহনকারী অ্যাম্বুলেন্স ও শ্রীদেবী নানা আইনি জটিলটা কাটিয়ে মধ্যরাতেই দুবাই থেকে মুম্বাই পৌঁছেছে দেশটির প্রথম নারী সিনে সুপারস্টার শ্রীদেবীর মরদেহ।
২৮ ফেব্রুয়ারি সকাল থেকে প্রয়াতকে রাখা হয় মুম্বাইয়ের সেলিব্রেশন স্পট ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তসহ দেশটির নানা শ্রেণি পেশার মানুষেরা।

ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের মাধ্যমে জানা যায়, মুম্বাইয়ের সেলিব্রেশন স্পট ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে শোকসভা। এরপর ভিল পারলে সেবা সমাধি ও হিন্দু কবরস্থানে বেলা সাড়ে ৩টায় শুরু হবে শেষবিদায় ও শেষকৃত্য অনুষ্ঠান।
শ্রদ্ধা জানাতে উপস্থিত হন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, হেমা মালিনী, এশা দেওল, টাবু, মাধুরী দীক্ষিত, রাবিনা, শাবানা আজমি, জাভেদ আখতার, শ্রদ্ধা, সোহা আলি খান, কাজল, অজয় দেবগন, সালমান খান, আরবাজ খান, সোহেল খান, ফারাহ খান, মালাইকা আরোরা, অনিল কাপুর, সোনম কাপুর, অক্ষয় খান্না, সুস্মিতা সেনসহ অনেক বলিউড তারকা। এ সময় অনেক তারকা চোখের জল সংবরণ করতে পারেননি। ভক্তদের অনেকেই উপস্থিত হন ফুল ও শ্রীদেবীর ছবি হাতে।
এদিকে, শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে গেল দু’দিন। আজ সকালে শ্রীদেবীর স্বামী বনি কাপুরের পাশে থাকার জন্য দুবাইতে উড়ে যান ছেলে অর্জুন কাপুর। এরমধ্যে গুঞ্জন উঠে শ্রীদেবীর মৃত্যুর কারণে বনি কাপুরের পাসপোর্ট জব্দ করে দুবাই পুলিশ। তবে সব তদন্ত শেষে পুলিশি ছাড়পত্র পায় কাপুর পরিবার।

উল্লেখ্য, দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের বাথরুমে ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১১টার দিকে শ্রীদেবীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তবে শেষ পর্যন্ত জানা যায়, অজ্ঞান হয়ে বাথটাবে পড়ে গেলে পানিতে ডুবে মৃত্যু হয় তার। ক্লাবের পাশে লাশবাহী গাড়ি

বলিউডের অন্যতম অভিনেত্রী শ্রীদেবী। কোনও সুনির্দিষ্ট নায়কের পৃষ্ঠপোষকতা ছাড়াই অনেক সিনেমা ব্যবসা-সফল হয়েছিলো তার অভিনয় দক্ষতায়। তাকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার। ১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্ম নেওয়া শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান। তিনি একাধারে তামিল, তেলেগু, মালয়লাম, কান্নাডা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

বলিউডে শ্রীদেবীর অভিষেক হয় ‘সোলা শাওন’-এর মাধ্যমে ১৯৭৯ সালে। ২০১৩ সালে চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন তিনি। চাঁদনি, লামহে, মিস্টার ইন্ডিয়া, নাগিনসহ ৯০ দশকের একের পর এক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী। অভিনয় থেকে অবসর নিয়েছিলেন ১৯৯৬ সালে। পরে ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন। সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল