X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গল্প বলবেন বাঁধন, লিখবেন অপূর্ব!

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ০০:০৫আপডেট : ০২ মার্চ ২০১৮, ০০:০৫

নাটকের একটি দৃশ্যে অপূর্ব ও বাঁধনশুক্রবারের বিশেষ নাটক হিসেবে আজ (২ মার্চ) রাত ৮টায় আরটিভিতে দেখা যাবে ‘রাইটার’।
আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আজমেরী হক বাঁধন, গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, শ্রাবন্তী শ্রাবণ, পার্থ নন্দী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ি, মোহনা প্রমুখ।
নির্মাতা জানান, বিশেষ এই নাটকের গল্পে দেখা যাবে- স্বাক্ষর একজন বেকার ছেলে। ভালোবাসেন প্রেমাকে। কিন্ত সেই ভালোবাসা দিন দিন ফিকে হয়ে আসছে, কারণ প্রেমার খুব তাড়াতাড়ি অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। এর মধ্যেই চাকরি পেয়ে যান স্বাক্ষর। তবে গতানুগতিক কোনও চাকরি নয়। তাকে বসের বাসায় যেতে হবে প্রতি সন্ধ্যায় এবং তিনি একটি গল্প বলবেন সেটি নোট করে পরবর্তীতে বই আকারে প্রকাশ করা হবে।
আর এই অদ্ভুত বসের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। অন্যদিকে স্বাক্ষর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের সব চরিত্র কাল্পনিক হলেও আমাদের শহরে বাস্তবে এমন অনেক ঘটনাই ঘটে। নাটকে এই ঘটনাটির মধ্য দিয়ে আরও বেশ কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছি।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!