X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৯০তম অস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ১১:১২আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১১:৩১

৯০তম অস্কার জিতলেন যারা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯০তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ৫ মার্চ ভোর শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজন। গত বছরের মতো এবারও উপস্থাপনা করেছেন মার্কিন টক শো উপস্থাপক জিমি কিমেল।

একনজরে ৯০তম অস্কারের বিজয়ী তালিকা-

চলচ্চিত্র: দ্য শেপ অব ওয়াটার
অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)
পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সেরা পরিচালকের পুরস্কার নিচ্ছেন গুইলারমো দেল তোরো পরিচালক: গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
চিত্রনাট্য (মৌলিক): গেট আউট (জর্ডান পিলে)
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কল মি বাই ইউর নেম (জেমস আইভরি)
বিদেশি ভাষার চলচ্চিত্র: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি)
অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ডিয়ার বাস্কেটবল (গ্লেন কিয়ান)
প্রামাণ্যচিত্র: ইকারাস (ব্রায়ান ফোজেল)
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫ (ফ্রাঙ্ক স্টিফেল)
চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯ (রজার অ্যা. ডিকিন্স)
রূপ ও চুলসজ্জা: ডার্কেস্ট আওয়ার (কাজুহিরো সুজি, ডেভিড ম্যালিনোস্কি ও লুসি সিবিক)
মৌলিক সুর: দ্য শেপ অব ওয়াটার (আলেক্সান্ড্রে দেসপ্লা)
মৌলিক গান: রিমেম্বার মি (ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেজ ও রবার্ট লোপেজ, ছবি: কোকো)
সম্পাদনা: ডানকার্ক (লি স্মিথ)
শিল্প নির্দেশনা: দ্য শেপ অব ওয়াটার (পল ডেনহ্যাম অস্টারবেরি)
মঞ্চসজ্জা: শেন ভিউ ও জেফ মেলভিন
উপস্থাপনা করেছেন মার্কিন টক শো উপস্থাপক জিমি কিমেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য সাইলেন্ট চাইল্ড (ক্রিস ওভারটন ও র‌্যাচেল শেনটন)
শব্দ সম্পাদনা: ডানকার্ক (রিচার্ড কিং ও অ্যালেক্স গিবসন)
শব্দমিশ্রণ: ডানকার্ক (মার্ক ওয়াইনগার্টেন, গ্রেগ ল্যান্ডেকার ও গ্যারি অ্যা. রিজ্জো)
ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯ (জন নেলসন, জার্ড নেফজার, পল ল্যাম্বার্ট ও রিচার্ড আর. হুভার)
পোশাক পরিকল্পনা: ফ্যান্টম থ্রেড (মার্ক ব্রিজেস)

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা