X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্কার জয়ের পর বিয়েবিচ্ছেদের খবর

বিনোদন ডেস্ক
১০ মার্চ ২০১৮, ২০:১৯আপডেট : ১০ মার্চ ২০১৮, ২০:২৮

গিয়ারমো দেল তোরো এক-দুই নয়, গুনে গুনে ৩০ বছরের সংসার। তবুও টিকলো না। সদ্য অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা গিয়ারমো দেল তোরো তার স্ত্রী লরেঞ্জা নিউটনের সঙ্গে তিন দশকের দাম্পত্য জীবনের ইতিরেখা টেনে দিলেন।
তাও বছর পেরিয়ে গেছে। কিন্তু ক’দিন আগে দুটি অস্কার পুরস্কার ঘরে নেওয়ার পর এ নিয়ে প্রথম মুখ খুললেন তিনি।
মেক্সিকান ম্যাগাজিন রিফর্মাকে দেল তোরো বলেছেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারিতে আমরা আলাদা হয়ে যাই। গত বছরের সেপ্টেম্বরে আমাদের আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদ হয়েছে। কিন্তু খুব কম মানুষ এটা জানে।’
অবশ্য অস্কারের লালগালিচায় দেল তোরোর বাহুডোরে চিত্রনাট্যকার কিম মর্গ্যানকে দেখে এমন একটা আভাস মিলেছিল। এরপর থেকেই ৫৩ বছর বয়সী এই বৈবাহিক জীবন নিয়ে নানান জল্পনা শুরু হয়।
দেল তোরোর আগামী ছবি ‘নাইটমেয়ার অ্যালি’র চিত্রনাট্যকার এই তরুণী।
অস্কারের লালগালিচায় দেল তোরোর বাহুডোরে চিত্রনাট্যকার কিম মর্গ্যান ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সুবাদে সেরা পরিচালকের পুরস্কার জেতেন গিয়ারমো দেল তোরো। ‘দ্য শেপ অব ওয়াটার’ সেরা চলচ্চিত্রও হয়েছে, এর সুবাদে একই আসরে তার হাতে এসেছে আরেকটি পুরস্কার। অস্কার মঞ্চে পুরস্কার গ্রহণের পর অনেকের পাশাপাশি কিম মর্গ্যানকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তবে মেক্সিকান ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দেল তোরো জানিয়ে রেখেছেন, কিম মর্গ্যানের সঙ্গে তার সম্পর্কটা কেবলই বন্ধুত্বের। এমনকি বিয়েবিচ্ছেদে এই মেয়েটির কোনও সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, ‘ও আমার সঙ্গে কাজ করছে। আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়েছে। বলে রাখা ভালো, স্ত্রীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। আর কিম আমার দলে যোগ দিয়েছে গ্রীষ্মের শেষ প্রান্তে।’
৩০ বছরের দাম্পত্য জীবনে দেল তোরো ও লরেঞ্জা নিউটনের ঘর আলো করেছে দুই মেয়ে ম্যারিসা ও মারিয়ানা। স্ত্রী লরেঞ্জা নিউটন ও দুই সন্তানের সঙ্গে দেল তোরো

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)