X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখন অনলাইন প্রচারণার যুগ: আলমগীর

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৫:২১আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৮:১০

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এনামুল হক ও আলমগীর লম্বা বিরতির পর চলচ্চিত্র পরিচালনা করেছেন অভিনেতা আলমগীর। ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল। তাই এখন থেকেই শুরু হচ্ছে ছবিটির গান-ট্রেলার প্রচারণার জোর প্রস্তুতি।
সেই লক্ষ্যে আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির অনলাইন প্রচারণার অংশীদার হিসেবে যুক্ত হলো বাংলাঢোল লিমিটেড।
‘একটি সিনেমার গল্প’-এর এক্সক্লুসিভ ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
১১ মার্চ দুপুরে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আলমগীর বলেন, ‘এখন তো অনলাইন প্রচারণার যুগ, প্রচারেই প্রসার। আমার বিশ্বাস, বাংলাঢোলের মাধ্যমে আমার ছবির গান, ট্রেলার ও সংশ্লিষ্ট বিষয়গুলো দর্শকরা সঠিকভাবে জানতে পারবেন। বাংলাঢোল আর আইকন এন্টারটেইনমেন্ট ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।’
জানা যায়, অচিরেই ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে অন্তর্জালে। পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে ছবির গানগুলো। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি এগুলো পাওয়া যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।
‘একটি সিনেমার গল্প’তে আলমগীরের পাশাপাশি অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’