X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পক্ষাঘাতগ্রস্ত, খেতে হয়েছে ঘাস!

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৮:০৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:০৪

একটি দৃশ্যে নাজনীন হাসান চুমকী নানা সময়ে বিভিন্ন চরিত্র রূপায়ণে দর্শকের মনে দাগ কেটে যান অভিনয়শিল্পীরা। এবার এমন একটি চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। পক্ষাঘাতগ্রস্ত এক মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। খাবার না পেয়ে হামাগুড়ি দিয়ে যাকে খেতে হয়েছে পুকুর পাড়ের ঘাস!
বিশ্ব মা দিবসকে কেন্দ্র করে এমনই একটি টেলিফিল্ম নির্মাণ হয়েছে। এর নাম ‘ঘাস’।
টেলিছবিটির গল্পটি এমন- অনেক কষ্টে এক মা বড় করেন তার ছেলেকে। যিনি একসময় পক্ষাঘাতগ্রস্ত হন। শয্যাশায়ী হয়েও ছেলের স্ত্রীর নির্মমতার শিকার হতে থাকেন। মুখের খাবার কেড়ে নেওয়া হয় তার। পরবর্তীতে প্রায় অচল শরীরকে টেনে হিঁচড়ে বাড়ির কাছের পুকুরের সামনে গিয়ে ঘাস খেয়ে কাটে তার অনেক ভোর।
মাসুমা মাইমুরের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন গোলাম হাবীব লিটু।
চুমকী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘পরিচালক যখন আমাকে নাটকটির গল্প বললেন, আমি খুব টেনশনে পড়ে গেলাম। খুবই মর্মান্তিক একটি পরিণতি দেখানো হয়েছে। আর এখানে আমাকে চারটা রূপে আসতে হয়েছে। তবে শেষটা দেখলে সবাই ধাক্কা খাবেন।’
বিশ্ব মা দিবস মে মাসের দ্বিতীয় রবিবার চ্যানেল আইতে প্রচার হবে এটি।
এতে নাজনীন হাসান চুমকীর ছেলের চরিত্রে অভিনয় করেছেন রাজীব সালেহীন এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সুষমা সরকার। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অশোক কর্মকার, শিশুশিল্পী রক্তিম প্রমুখ।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা