X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এ সপ্তাহের ছবি: ‘পাষাণ’ ও ‘মাটির প্রজার দেশে’

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১০:১১আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:১৮

পাষাণ ও মাটির প্রজার দেশে মাঝে লম্বা বিরতির পর ফের দেশের প্রেক্ষাগৃহে ঢুকছে নতুন ছবি। তাও আবার একসঙ্গে দুই ধারার দুটি ছবি।  
এরমধ্যে আজ (২৩ মার্চ) ১০৮টি প্রেক্ষাগৃহে কলকাতার ওমকে নিয়ে হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। ছবিটির নাম ‘পাষাণ’। অপরদিকে একই দিনে মুক্তি পাচ্ছে ভিন্ন ধারার গল্পের ছবি ‘মাটির প্রজাদের দেশে’। যদিও ছবিটি মাত্র ৩টি হলে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন যৌথভাবে বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমান আরিফ।
হল-সংখ্যা কম হলেও ‘মাটির প্রজাদের দেশে’ নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার এবং রাজশাহীর উপহারে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানালেন পরিচালক বিজন ইমতিয়াজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। এতে প্রধান শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য।
ছবির জন্য একটি গান গেয়েছেন ভারতের সংগীতশিল্পী সাত্যকি ব্যানার্জি।

পাষাণ’ ছবির ট্রেলার:

অপরদিকে একেবারে বাণিজ্যিক ঘরানার মারকুটে ছবি ‌‘পাষাণ’। যার কেন্দ্রীয় চরিত্রে আছেন ওম। মিম এখানে টিভি সাংবাদিকের চরিত্র অভিনয় করেছেন।
ছবির পরিচালক সৈকত নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওম একেবারে মারকুটে। আর মিমের চরিত্র সাংবাদিকের হলেও কিছু মজার উপাদান আছে এখানে।’ 
ছবিটিতে আরও অভিনয় করেছেন চার খল অভিনেতা মিশা সওদাগর, অকাল প্রয়াত মিজু আহমেদ, সাদেক বাচ্চু ও শিমুল খান।
‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ মুক্তির পর তরুণ নির্মাতা সৈকত নাসিরের তৃতীয় সিনেমা এটি। ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

মাটির প্রজার দেশে' ছবির ট্রেলার:

‘পাষাণ’ ছবিটি নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া এবং ‘মাটির প্রজার দেশে’ হয়েছে গুপিবাঘা প্রোডাকশনসের ব্যানারে।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!