X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

২৫ বছর পর বিটিভিতে গেলেন জর্জ!

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৫:৫৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৯:০৭

‘কোথাও কেউ নেই’ নাটকের একটি দৃশ্যে আব্দুল কাদের, আসাদুজ্জামান নূর ও জর্জ টানা ২৫ বছর পর বাংলাদেশ টেলিভিশনে গেলেন দেশের অন্যতম অভিনেতা লুৎফর রহমান জর্জ। তবে কোনও নাটকে নয়, এবার তাকে বিটিভির দর্শকরা পেয়েছেন ‘অনেক কথা বলার ছিল’ নামের একটি টক শোতে। এটি প্রচার হয়েছে আজ (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায়।
লুৎফর রহমান জর্জকে ১৯৯৩ সালে সর্বশেষ দেখা গিয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও বরকত উল্লাহ নির্দেশিত বিটিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’ নাটকে। যেখানে তিনি বাকের ভাইয়ের (আসাদুজ্জামান নূর) বাইক চালকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোযোগ কেড়েছেন।  
জর্জ জানান, এটাই ছিল তার প্রথম ও শেষ অভিনীত বিটিভি’র নাটক। এর পর দেশের প্রায় প্রতিটি চ্যানেলের অসংখ্য নাটক-অনুষ্ঠানে অংশ নিলেও বিটিভি প্রযোজিত কোনও নাটক-অনুষ্ঠানে দেখা যায়নি ‘আয়নাবাজি’খ্যাত এই ভার্সেটাইল অভিনেতাকে। আবার এর পেছনে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোনও ‘কারণ’ নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘‘১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে নূর ভাইয়ের (আসাদুজ্জামান নূর) বাইক চালানোর দায়িত্বে ছিলাম। ‘কোথাও কেউ নেই’ নামের সেই সিরিয়ালের মাধ্যমে বিটিভিতে আমার প্রথম ও শেষ অভিনয় করা। তারপর কোন ফাঁকে পঁচিশটি বছর কেটে গেল, টেরই পেলাম না। এরপর আমার আর বিটিভিতে যাওয়া হয়নি, কোনও কারণ ছাড়াই।’’
২৫ বছর পর বিটিভিতে সুরুজ, জর্জ, নাদের চৌধুরী ও প্রযোজক মোল্লা আবু তৌহিদ আবার বিটিভিতে গিয়ে মুগ্ধ জর্জ বলেন, ‘‘আবার গেলাম বন্ধুবর হাফিজুর রহমান সুরুজ ভাইয়ের অনুরোধে। তিনি ডাকলেন ‘অনেক কথা বলার ছিল’ নামের একটি টক শোতে। সেটার উপস্থাপনায় ছিলেন আরেক বন্ধুবর নাদের চৌধুরী। দুজনের সঙ্গেই আমার পরিচয় ১৯৮৫ সাল থেকে মঞ্চ নাটকের সুবাদে। তাই আর কোনও প্রশ্ন না করে চলে গেলাম বাংলাদেশ টেলিভিশনে। দেখলাম ২৫ বছর আগের বিটিভি’র সঙ্গে এখনকার বিটিভি’র বিস্তর ফারাক। চোখে পড়লো প্রধান প্রবেশদ্বারে রক্ষীদের সুন্দর অভ্যর্থনা, পরিচ্ছন্ন আঙ্গিনা, কার পার্কিং, মূল ভবনের ভেতরে ঢুকেই ভালোলাগা আরও বেড়ে গেল। সব জায়গায়ই পরিষ্কার, আধুনিকতার ছোঁয়া। সবার আতিথেয়তায় আমি মুগ্ধ! ধন্যবাদ প্রাণের বিটিভি।’’
প্রসঙ্গত, টিভি-চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন লুৎফর রহমান জর্জ। বিটিভির সেটে ‘কোথাও কেউ নেই’ নাটকের শুটিংয়ের নির্মাতা, নাট্যকারসহ শিল্পীরা

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জ্বীন ২: পোস্টার নকলের অভিযোগ, জবাব দিলেন প্রযোজক
জ্বীন ২: পোস্টার নকলের অভিযোগ, জবাব দিলেন প্রযোজক
শুটিংয়ের অন্তরালে...
শুটিংয়ের অন্তরালে...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি