X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মাঝে পরীমনি

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১৭:০০আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৯:১২

কথা বলছেন নায়ক ইয়াশ। ছবি- সংগৃহীত ‘স্বপ্নজাল’ ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছিলেন, প্রচারণা ও তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে ছবির পুরো ইউনিট নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে হাজির হবেন।
তেমনটাই হলো।
সময়টা ছিল ২৫ মার্চ দুপুর। একেবারে পরী এসেছে হাজির হয়েছিলেন ইউল্যাব মিলনায়তনে। সঙ্গে নায়ক ইয়াশ রোহানও। তাদের কাছে পেয়ে বেশ আপ্লুত হন অনেক শিক্ষার্থীই। ছবি, সেলফি তো চলেছেই; সঙ্গে ছিল তরুণদের মত বিনিময়।

এদিন মঞ্চে কথা বলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরীমনি, রোহান ও ফারহানা মিঠু। শিক্ষার্থীরাও এতে অংশ নেন। সবই ছিল নতুন ছবি ‘স্বপ্নজাল’ ও বাংলাদেশের সিনেমা ভাবনা নিয়ে। ছিল মজার কিছু পর্বও। মজার একটি পর্বে অংশ নেয় শিক্ষার্থীরা। পেছেনে বসে আছেন চলচ্চিত্রটির কলাকুশলী। ছবি- সংগৃহীত

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রচারণা ও তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে ছবির পুরো ইউনিট নিয়ে এদিন আমরা বিশ্ববিদ্যালয়টিতে গিয়েছিলাম। মূলত এখান থেকেই মাঠ পর্যায়ে আমাদের প্রচারণার শুরু হলো।’

 ‘স্বপ্নজাল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতা। শিক্ষার্থীদের সঙ্গে ছবির শিল্পীরা ও নির্মাতা
এতে অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এছাড়াও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ। ছবিটি আগামী ৬ এপ্রিল পর্দায় উঠছে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনহেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!