X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মধ্যপ্রাচ্যে দীপংকর দীপনের নতুন মিশন!

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১৫:৫৪আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৬:৫১

মিডিয়া মেজ-এর তিন কর্তা মধ্যপ্রাচ্যে তৈরি হয়ে আছে বাংলা সিনেমার জন্য বড় একটি বাজার। প্রয়োজন সেটিকে সঠিকভাবে কাজে লাগানো। সেই ভাবনা থেকেই নির্মাতা দীপংকর দীপন এখন থেকে নিয়মিত কাজ করবেন।
তিনি একা নন, এমন উদ্যোগে তার সঙ্গে আরও আছেন দুবাইয়ে কর্মরত ইঞ্জিনিয়ার শাহরিয়ার পাভেল ও জিয়াউর রহমান। কাজটি করার জন্য এই ৩জনে মিলে তৈরি করেছেন ‘মিডিয়া মেজ’ নামের একটি প্রতিষ্ঠান। যা ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নিজেদের মধ্যে চুক্তিস্বাক্ষরের মাধ্যমে।
উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা ড. কামরুল হাসান, দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান ও নাট্য নির্দেশক মোহাম্মদ আলী হায়দার, চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শহীদ উন নবীসহ অনেকেই।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা দীপংকর দীপন বলেন, ‘এটা দুবাইভিত্তিক প্রতিষ্ঠান। যেটি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করার জন্য। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চলচ্চিত্র সম্প্রসারণই আমাদের মূল লক্ষ্য। কারণ বর্তমান সময়ে চলচ্চিত্র বাজারের প্রসার না হলে সুষ্ঠু কারিগরি মানের বাংলাদেশি সিনেমা নির্মাণ অসম্ভব প্রায়। তাই আমরা মনে করছি, বর্তমানে যেভাবে বাংলাদেশি চলচ্চিত্রসমূহ সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে পরিবেশিত হচ্ছে তাতে বাংলাদেশের প্রযোজনা সংস্থা সত্যিকারের লাভের মুখ দেখছে না। এই চিত্রটির পরিবর্তন ঘটাতে চাই আমরা।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’