X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লোকজ উৎসবে মাতোয়ারা কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ০০:০৩আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৪:৫৫

লোকজ উৎসবে মাতোয়ারা কক্সবাজার কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো লোকজ উৎসব। এতে কক্সবাজার ও চট্টগ্রামের লোকশিল্পীরা অংশ নিয়েছেন। উৎসবে এসে গানের তালে মাতোয়ারা হন কক্সবাজারের শ্রোতারা।
৩০ মার্চ শুক্রবার বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইন্সটিটিউটের শহীদ দৌলত খান ময়দানে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন প্রবীণ লোকশিল্পী আব্দুল মতিন আজাদ।
কক্সবাজার লোকজ উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘লোকজ সংস্কৃতি আমাদের জীবন ও প্রাণের শেকড় সন্ধানী সংস্কৃতি। আমাদের শিল্প, সাহিত্য, সমাজ ও সভ্যতার ঐতিহ্য নিহিত রয়েছে লোকজ সংস্কৃতির পরতে পরতে।’
দেশের সমৃদ্ধ শিল্প-সংস্কৃতি রক্ষায় লোকজ উৎসবের মতো আয়োজন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
উখিয়া লোকশিল্পী দলের পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় উৎসব। চলে গভীর রাত পর্যন্ত।
লোকজ উৎসবে মাতোয়ারা কক্সবাজার উৎসব উদযাপন কমিটির সমন্বয়ক রিদুয়ান আলী জানান, দিনব্যাপী উৎসবে পরিবেশিত হয়েছে কক্সবাজার ও চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘অঁলা’, ‘পুঁথি’, ‘আঁইল্ল্যাগীত’, ‘বান্ডা’সহ নানা আঞ্চলিক গান আর লোকজ অনুষ্ঠানমালা।
এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক নৃত্যসহ স্থানীয় রাখাইন নৃ-গোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয় প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে।

ছবি: বাংলা ট্রিবিউন

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!