X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

উনার আগ্রহ ভিনদেশি ছবির প্রতি: জায়েদ খান

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ২১:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:৫৭

বিএফডিসি কর্তৃপক্ষের আয়োজন আয়োজন উদযাপনের স্থান একই কিন্তু পক্ষ দুটি। আলাদা দুই মঞ্চকে ঘিরে দু’পক্ষেই থমথমে ভাব। আর এভাবেই ৩ এপ্রিল বিএফডিসিতে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস।
দুই পক্ষের মধ্যে আছে বিএফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্র পরিবারের চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।
এদিন সকাল ১০টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে তৈরি মঞ্চে তথ্য মন্ত্রণালয় ও বিএফডিসির পক্ষ থেকে জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি দুপক্ষের আয়োজন নিয়ে তেমন কিছুই উল্লেখ করেনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সেভাবে চলচ্চিত্রও ঘুরে দাঁড়িয়েছে। চলচ্চিত্র অঙ্গনের সবার চ্যালেঞ্জ ছিল আধুনিক প্রযুক্তি রপ্ত করা, ডিজিটাল পদ্ধতিতে সিনেমা নির্মাণ ও প্রদর্শন করা। চ্যালেঞ্জ ছিল জঙ্গি-সন্ত্রাস থেকে বাংলাদেশ চলচ্চিত্রকে উদ্ধার করা। এসব চ্যালেঞ্জ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নজরে ডিজিটাল এফডিসিতে পরিণত হয়েছে। যেসব সমস্যা এখনো আছে, তা শিগগিরই সমাধান করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, তথ্যসচিব আবদুল মালেক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চিত্র প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেতা এটিএম শামসুজ্জামান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা চেরি, চিত্রনায়ক রোশানসহ অনেকে।
তথ্যমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিএফডিসির মান্না ডিজিটাল ল্যাবের সামনে তৈরি আরেক মঞ্চে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি তাদের আনুষ্ঠানিকতা শুরু করে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বরেণ্য অভিনেতা ফারুক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়িকা পপিসহ আরও অনেকে।
তবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে মুখ খোলেন সাধারণ সম্পাদক জায়েদ খান।
চলচ্চিত্র পরিবারের আয়োজন তিনি নিজেদের সাফল্যের পাশাপাশি প্রশ্নবাণে জর্জরিত করেন তথ্যমন্ত্রীকে। আলাদা মঞ্চ তৈরি করা প্রসঙ্গে জায়েদ বলেন, ‌‘জাতীয় চলচ্চিত্র দিবস সবাই উদযাপন করতে পারে। তাই আমরাও করলাম।’
কারণ প্রসঙ্গে তার ভাষ্য, ‘নায়করাজ রাজ্জাক উৎসব কমিটির সভাপতি ছিলেন। তিনি আমাদের মাঝে নেই। এ জন্য সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমামকে সভাপতি চাই আমরা। কিন্তু মন্ত্রী সাহেবের নাকি ইচ্ছে এফডিসির এমডি সভাপতিত্ব করুক। তাই তাকে আমরা প্রত্যাখ্যান করেছি।’
মন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা- জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশীয় ছবির উন্নয়ন উনি চান বলে মনে হয় না। চাইলে আমাদের বিএফডিসি এত স্থবির হয়ে পড়ে থাকত না। এই বিএফডিসি বঙ্গবন্ধুর হাতে তৈরি। অথচ উনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর (জাজ) জন্য ওপেন কাজ করেন। উনার ভিনদেশি ছবির প্রতি আগ্রহ। আজও তো তাই দেখলাম। তাদের নিয়ে অনুষ্ঠান করে গেলেন। আগে আমাদের দেশীয় ছবি বাঁচাতে হবে। এটা তিনি বোঝেন না।’
দিনব্যাপী এ আয়োজনে বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে দুই পক্ষই আয়োজন করে নাচ-গানের অনুষ্ঠান। এরমধ্যে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। অনুষ্ঠানে নাচে অংশ নেন রোজিনা-সাইফ খান, নিপুণ, পপি, জায়েদ খান, সাইমন সাদিক-মাহিয়া মাহি, জয় চৌধুরী-রোমানা নীড়, সানজু জন-বিপাশা কবির, আসিফ নূর-মিষ্টি জান্নাত, শিপন মিত্র-শিরিন শিলাসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।
এছাড়া তাদের আয়োজনে প্রয়াত নায়করাজকে বিশেষভাবে স্মরণ করা হয়।

জায়েদ খানের বক্তব্য:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু