X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লালজমিন-এর ১৫০

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৪:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:১০

নাটকটির দৃশ্যে মোমেনা চৌধুরী। ছবি- সংগৃহীত শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজিত নাটক ‘লালজমিন’। মহান মুক্তিযুদ্ধ নিয়ে মোমেনা চৌধুরীর একক এই মঞ্চনাটকটির ‌দেড়শত প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে।
এটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আগামী ৬ এপ্রিল শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের আয়োজনে স্থানীয় মহসিন মিলনায়তনে এই বিশেষ প্রদর্শনী হবে। এর আগের দিন মৌলভীবাজারে আরও একটি মঞ্চায়ন থাকছে।

মোমেনা চৌধুরী বলেন, ‘‘কৃতজ্ঞতা প্রকাশ করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশ্বসাহিত্য কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যারা আমাদের ‘লালজমিন’ নাটকটি প্রদর্শন করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করি আরণ্যক নাট্যদলের কাছে। আর আমাদের সবটুকু ভালবাসা দর্শকদের জন্য। তাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েছি।’’

নির্দেশক সুদীপ চক্রবর্তী বলেন, ‘আমার নির্দেশিত নাটক প্রথমবার দেড়শত রজনীতে মঞ্চায়ন হবে; এটা আমার জন্য বেশ আনন্দের।'

২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘লালজমিন’ নাটকটি প্রথম প্রদর্শিত হয়। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে নাটকটির নিয়মিত প্রদর্শনী হয়ে আসছে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া