X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেজবাবা সুমনের সিনেমায় অভিষেক!

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৭:১৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৯:০১

চলছে রেকর্ডিং। উজ্জ্বল ও সুমন অসুখের সঙ্গে যুদ্ধ কিংবা গানের সঙ্গে প্রেমে জড়িয়ে বেজবাবা সুমন এখনও গাইছেন নতুন নতুন গান। সংগীতকে নিয়ে তার ব্যস্ততা আর পকিল্পনা আজও সীমাহীন। তারই অংশ হিসেবে আজই (৫ এপ্রিল) জানালেন নতুন একটি খবর। রক সংগীতের দীর্ঘ এবং সফল ক্যারিয়ার পেরিয়ে প্রথমবারের মতো তিনি অংশ নিলেন সিনেমায়! মানে কণ্ঠ দিলেন প্লেব্যাকে।
মাসুদ হাসান উজ্জ্বলের নির্মিতব্য চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর জন্য ৪ এপ্রিল নিজ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিলেন তিনি। প্রথম ঝরে পড়া শিউলিটা, কুড়িয়ে তোমার পায়ে দেব বলে- আমি সারারাত শিশিরে ভিজেছি- এমন কথার গানটি লিখেছেন সুমন বড়ুয়া। সুর করেছেন একই ছবির নায়ক ইমতিয়াজ বর্ষণ। আর সংগীতায়োজন করেছেন নির্মাতা উজ্জ্বল নিজেই।
বেজবাবা সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারীরিক চেকআপের জন্য আমি তখন থাইল্যান্ড থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি মেইল। উজ্জ্বল পাঠিয়েছেন। বলেছেন, গানের একটা ডামি পাঠিয়েছি। দেখুন গাইবেন কিনা। এয়ারপোর্ট থেকে নেমে গানটা ছাড়লাম। খুবই সফট গান। শোনার পরই উজ্জ্বলকে জানালাম, আমি গানটি গাইব। এরপর তো আমার স্টুডিওতে ভয়েস দিলাম।’
চলচ্চিত্রে এটাই তার প্রথম গান করা। অভিজ্ঞতা সম্পর্কে তিনি বললেন, ‌‘‘অন্যের সুরে কথায় গান করা হয় না আমার। নিজের গানই ভালো লাগে। তাই প্লেব্যাকটা সবসময়ই ‘না’ করেছি। এবার গাইতে গিয়ে মনে হলো, ভালোই তো। মন্দ না!’’
রেকর্ডিং শেষে সুমন ও উজ্জ্বল এদিকে গানটি প্রসঙ্গে ছবিটির নির্মাতা ও সংগীত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘গানটা অসম্ভব রোমান্টিক। একদিন আমার নায়ক বর্ষণকে দেখলাম একটি অচেনা গান গুনগুন করে গাইছে। কথাগুলো শুনে চমকে গেলাম- দেখি হুবহু এইরকম ঘটনা প্রবাহ আমার সিনেমার একটি বিশেষ পরিস্থিতিতে রয়েছে। জানলাম, গানটি অপ্রকাশিত এবং আংশিক। এরপর গানটির পুরো কথা তৈরি হলো, সংগীতায়োজন করার সময় মনে হলো এটির জন্য গভীর রোমান্টিক ও স্মার্ট একটি কণ্ঠ দরকার। সত্যি বলতে সুমন ভাই ছাড়া আর কারও কথা আমার মাথাতেই আসেনি। উনি কণ্ঠ দেওয়ার পর বলতেই পারি দর্শক-শ্রোতারা অসম্ভব ভালো একটা গান পেতে যাচ্ছেন আমাদের সিনেমায়।’’
ছোট পর্দার বড় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। সিনেমার একটি দৃশ্যে শার্লিন ফারজানা

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!