X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্বপ্নজাল: প্রেক্ষাগৃহ হাউজফুল, অন্তর্জালে প্রশংসার জোয়ার

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৮:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২০:১৬

স্বপ্নজাল: প্রেক্ষাগৃহ হাউজফুল, অন্তর্জালে প্রশংসার জোয়ার গত হওয়া সন্ধ্যায় (৫ এপ্রিল) প্রিমিয়ার শো শেষ হওয়ার পর থেকেই মূলত ‘স্বপ্নজাল’ নিয়ে প্রশংসার জোয়ার শুরু অন্তর্জালে। অবশ্য এমন কিছুর আভাস মিলেছে তারও বছর আড়াই আগে, যখন এক সুতোয় মিলেছেন গিয়াস উদ্দিন সেলিম আর পরীমনি।
এরপর ছবিটির ট্রেলার, গান এবং টানা ৯ বছর পর আজ (৬ এপ্রিল) পর্দায় উঠলো ‘মনপুরা’র নায়ক গিয়াস উদ্দিন সেলিমের ২য় অধ্যায় ‘স্বপ্নজাল’। প্রিমিয়ার শো হয়ে আজ সারাদিনের প্রেক্ষাগৃহের হাউজফুল রিপোর্ট- জানান দিচ্ছে নতুন আলোর। ছবিটির গল্প, ক্যানভাস এবং প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয়- দর্শক-সমালোচকদের নয় বছরে জমা হওয়া আক্ষেপের মধুর জবাবের মতোই।  
তবে এই ছবি দিয়ে জাত অভিনেতা ফজলুর রহমান বাবু নিজেকে আরেকবার নতুন করে চিনিয়েছেন। আর ‌‌‘ডানাকাটা পরী’ থেকে পরীমনি নিজেকে রূপান্ত ঘটিয়েছেন শুভ্রা নামক অনবদ্য এক চরিত্রে। এর বাইরে ছবিটির প্রতিটি চরিত্র এবং দৃশ্য কথা বলেছে দর্শক মনের দাগ ধরেই।
প্রিমিয়ারে ‘স্বপ্নজাল’ দেখেছেন জনপ্রিয় লেখক-সাংবাদিক আনিসুল হক। প্রতিক্রিয়ায় নিজের ফেসবুকে লিখেছেন এভাবে, ‘‘স্বপ্নজাল’ দেখে এলাম। ‘মনপুরা’খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি। আমার খুব ভালো লেগেছে। আমি শেষ হওয়ার পর অনেকক্ষণ বসে ছিলাম। এই ছবি ‘মনপুরা’র চেয়ে অনেক ভালো ছবি। আমার মনে হয়েছে, একটা সম্পূর্ণ সুন্দর নিটোল ছবি দেখলাম। অভিনয়েও সবাই দারুণ। সবচেয়ে ভালো ফজলুর রহমান বাবু। আশ্চর্য ভালো পরীমনি, ইয়াশ, মিশা সওদাগর ও শহিদুল আলম সাচ্চু। এই ছবি লোকে বারবার দেখবে।’
প্রিমিয়ার শেষে অভিনেত্রী তানভীন সুইটি বলেছেন, ‌‌‌‌‌‘ভীষণ ভালো। পরীমনি ভালো করেছে, অপু দি’র ছেলে (ইয়াশ রোহান) ভালো করেছে। ইরেশ যাকের ভালো করেছে।’
এদিকে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন ফেসবুকে লিখেছেন, ‘পরী তুমি অনেকদূর যাবে, কাজ সফল হবার পর যে শিল্পী পাবলিকলি পরিচালক ও টিমকে সফলতার কৃতিত্ব দিতে ভোলে না, কৃতজ্ঞ ও বিনয়ী থাকে, সে একদিন বড় কিছু হবে, পরীমনি আমি তোমার জন্য মন থেকে প্রার্থনা করি।’

ইয়াশ রোহান, পরীমনি ও গিয়াস উদ্দিন সেলিম এদিকে ‘মনপুরা’র সোনাইও চুপ থাকেননি। চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘‘গিয়াস উদ্দিন সেলিম আমার প্রিয় একজন মানুষ। প্রিয় একজন নির্মাতা। অনেক কাজের অভিজ্ঞতা তাঁর সঙ্গে। ‘মনপুরা’ থেকে ‘স্বপ্নজাল’। বেশি বললে কম বলা হয়ে যাবে, তাই কিছু না বলি। আজ ‘স্বপ্নজাল’ এর শুভমুক্তি। ‘মনপুরা’র মতো ‘স্বপ্নজাল’ও সবার হৃদয় ছুঁয়ে যাক। বাংলা সিনেমার জয় হোক।’’
এদিকে ‘জালালের গল্প’খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন লিখেছেন, ‘‘আজকে ‘স্বপ্নজাল’ ছবির প্রিমিয়ার শেষ হবার পর ইয়াশ রোহানকে জড়িয়ে ধরে পরীমনি অনেকক্ষণ কাঁদছিলেন। স্বপ্নজালে অপুকে জড়িয়ে শুভ্রার কান্নার এই রকম একটি মূহুর্তের জন্য দর্শক হিসেবে আপনি হয়তো হাহাকার করবেন! সিনেমায় সেটা হয়েছে কি হয়নি কিংবা হলে কি হতো, সেটা জানতে আজ থেকে দলে বলে সবাই হলে যান! শো শেষ হবার পর সিনেমার চরিত্ররা বাস্তব জীবনে এক অদ্ভুত মূহুর্তে এসে দাঁড়িয়েছিল। এই রকম অসংখ্য টুকরো টুকরো স্বপ্নের সুন্দর বুননে সুনির্মিত হয়েছে ‘স্বপ্নজাল’। ফজলুর রহমান বাবু আর ইরেশ ভাইয়ের অভিনয় জাস্ট চোখে লেগে আছে। ‘মনপুরার’ পর দর্শকের কাছ থেকে অপু-শুভ্রার এক নিটোল ভালোবাসার গল্প নিয়ে হাজির হবার জন্য অসংখ্য ভালোবাসা ফিরে পাবেন বিশ্বাস করি সেলিম ভাই। পাত্রে জায়গা খালি করুন, বাড়তি ভালোবাসাটুকু বাংলাদেশের সিনেমার জন্য খুব দরকার!’’

ছবির একটি গান:

ছবিটি দেখে কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন বললেন, ‘ছবিটি আমার ভালো লেগেছে। এই ছবির অনেকগুলো ইতিবাচক দিক আছে। অভিনয়শিল্পীদের সবাই সবার জায়গা থেকে খুব ভালো অভিনয় করেছেন।’
এবার শোনা যাক ‘স্বপ্নজাল’ এর অপু-শুভ্রার রিঅ্যাকশন। ছবিটির প্রিমিয়ার শেষে দু’জন আলিঙ্গন করেছেন। কেঁদেছেন খুব। হয়তো তারা স্মৃতিকাতর হয়েছেন প্রথম পর্দায় নিজেদের দেখে।
ইয়াশ বেশ ছলছল কণ্ঠেই বলেন, ‘আমরা সবাই এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। আপনারা এসে দেখলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আমরা একটা ভালো কাজ, ভালো গল্প বলার চেষ্টা করেছি।’
অন্যদিকে পরীমনি গেলেন আরও গভীরে, ‘‘এই ছবি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি কে, আমাকে কী করতে হবে। আড়াইটা বছর ‘স্বপ্নজাল’ নিয়ে আমার লম্বা একটা ভ্রমণ ছিল, শুভ্রাকে নিয়ে, শুভ্রার জীবন নিয়ে। ভেবেছি, আজকে ছবিটি দেখার পর হয়তো শুভ্রাময় জীবনের শেষ হবে। কিন্তু তা হয়নি। আমি শুভ্রাতেই থাকবো। এটা অনেক বেশি আনন্দের।’’
তবে এখনও ছবির মূল নায়ক গিয়াস উদ্দিন সেলিমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্ভবত তিনি এখনও গুছিয়ে উঠতে পারেননি- এমন পরিস্থিতিতে ঠিক কী বলা উচিত!
ভিডিওতে ‘স্বপ্নজাল’ দেখার পর আরও কিছু প্রতিক্রিয়া:

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতা।
এ ছবিতে অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এছাড়াও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
প্রথম সপ্তাহে (৬ থেকে ১২ এপ্রিল)  ‘স্বপ্নজাল’ পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, মধুমিতাসহ ২০টি প্রেক্ষাগৃহ। এর পরিবেশনার দায়িত্বে আছে আশীর্বাদ চলচ্চিত্র। এসব প্রেক্ষাগৃহে চলছে ‘স্বপ্নজাল’

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল