X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বৈশাখী উৎসবের ছবি: একটি নতুন অন্যটি পুরাতন

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ০৯:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:৫৮

‘একটি সিনেমার গল্প’তে ঋতুপর্ণা ও শুভ কথা ছিল ‘একটি সিনেমার গল্প’ ও ‘হৃদয় ছোঁয়া কথা’ নামের নতুন দুটি ছবি মুক্তি পাবে বৈশাখ উৎসবে। কিন্তু তা আর ঘটছে না। নতুন ছবি হিসেবে আজ (১৩ এপ্রিল) শুধু মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। আর পুরনো ছবি হয়েও বৈশাখী উৎসবের সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে থাকছে ‘বিজলী’।
গত ৩০ মার্চ নীলফামারীর জনতা সিনেমা হলে প্রথম মুক্তি পায় ‘বিজলী’। তাই পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাচ্ছে পুরাতন ছবি হিসেবে। পুরনো ছবির তালিকায় এই সপ্তাহে আরও থাকছে পরীমনি-ইয়াশ রোহানের ‘স্বপ্নজাল’ এবং বাপ্পী-মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’।
প্রযোজক সমিতি থেকে জানা যায়, ঈদ উৎসব ছাড়া প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে দুটো করে নতুন ছবি মুক্তি পাবে। সে অনুযায়ী এই উৎসবে ‘একটি সিনেমার গল্প’ ও ‘হৃদয় ছোঁয়া কথা’ মুক্তির কথা ছিল। কিন্তু ‘হৃদয় ছোঁয়া কথা’ শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে না।
‘বিজলী’তে ববি ও রণবীর ‘একটি সিনেমার গল্প’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় এলেন প্রখ্যাত অভিনেতা আলমগীর। ছবিটি ৪০টির বেশি প্রেক্ষাগৃহে আসছে। আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, আরিফিন শুভ ও ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত।
ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।
অন্যদিকে ‘বিজলী’ ববি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এতে তিনি সুপারওম্যান হিসেবে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ছবিটি এ সপ্তাহে প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ প্রমুখ।

‘একটি সিনেমার গল্প’র ট্রেলার:

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ