X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী শ্রীদেবী

বিনোদন ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ১৭:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৯:১৮

ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন অকাল প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। ‘মম’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি দেওয়া হচ্ছে তাকে। শুক্রবার (১৩ এপ্রিল) নয়াদিল্লিতে শাস্ত্রী ভবনের পিআইবি কনফারেন্স রুমে সেরা অভিনেত্রী শ্রীদেবীর নামসহ এবারের সকল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী শ্রীদেবী গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। এর আগে ‘মম’ই ছিল তার শেষ ছবি। এতে ধর্ষণের শিকার হওয়া মেয়ের জন্য ন্যায়বিচার পেতে জীবনবাজি রাখা মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির জন্যই সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছেন অস্কারজয়ী এ আর রাহমান। ‘কাতরু ভেলিয়িদাই’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কারও দেওয়া হলো তাকে।
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রয়াত বিনোদ খান্না।
সেরা অভিনেতা হয়েছেন কলকাতার তরুণ ঋদ্ধি সেন। কৌশিক গাঙ্গুলির ‘নগর কীর্তন’-এ হিজড়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। একই ছবি জিতেছে সেরা রূপসজ্জাকর, সেরা পোশাক ও বিশেষ জুরি পুরস্কার। সেরা বাংলা ছবি হয়েছে কৌশিক গাঙ্গুলির ‘ময়ূরাক্ষ্মী’। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ।
সেরা ছবির পুরস্কার দেওয়া হয়েছে অসমিয়া ভাষায় নির্মিত রিমা দাসের ‘ভিলেজ রকস্টারস’। সম্পাদনা আর অডিওগ্রাফি বিভাগেও সেরা হয়েছে এই ছবি। এতে অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতেছেন বানিতা দাস।
মালয়ালাম ছবি ‘ভায়ানাকাম’-এর জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন জয়রাজ। একই ছবি সেরা হয়েছে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও সেরা চিত্রগ্রহণ বিভাগে।
বলিউড তারকাদের মধ্যে দিব্যা দত্ত ‘ইরাদা’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি গেছে ফাহাদ ফাজিলের কাছে। তার অভিনীত ‘থন্ডিমুথালাম দৃকসাক্ষীয়াম’ সেরা মালয়ালাম ছবি আর সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কারও জিতেছে।
এস. এস. রাজামৌলির ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ জিতেছে সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবি, সেরা অ্যাকশন ও সেরা স্পেশাল ইফেক্টস পুরস্কার।
সেরা হিন্দি ছবি হয়েছে ‘নিউটন’। এতে অভিনয়ের জন্য স্পেশাল মেনশন পেয়েছেন পঙ্কজ তিরুপতি। ‘টেক অফ’ ছবির জন্য মালয়ালাম অভিনেত্রী পার্বতীকেও দেওয়া হয়েছে একই স্বীকৃতি। তার ছবিটি শিল্প নির্দেশনা বিভাগে সেরা হয়েছে।
বিচারকদের প্রধান নির্মাতা শেখর কাপুর বিজয়ী তালিকা ঘোষণা করেন। তার নেতৃত্বে কাজ করেছেন ১০ জন। তারা হলেন চিত্রনাট্যকার ইমতিয়াজ হুসেইন, গীতিকার মেহবুব, দক্ষিণ ভারতের অভিনেত্রী গৌতমী তাড়িমালা, কান্নাড়া পরিচালক পি শেষাদ্রী, বাঙালি পরিচালক অনিরুদ্ধ রয় চৌধুরী, রঞ্জিত দাস, রাজেশ মাপুস্কর, তিরুপতি শর্মা ও রুমি জাফরি। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আগামী ৩ মে।
ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তালিকা
সেরা ছবি: ভিলেজ রকস্টারস (অসমিয়া)
সেরা অভিনেত্রী: শ্রীদেবী (মম)
সেরা অভিনেতা: ঋদ্ধি সেন (নগর কীর্তন)
সেরা পরিচালক: জয়রাজ (ভায়ানাকাম)
সেরা পার্শ্ব অভিনেত্রী: দিব্যা দত্ত (ইরাদা)
সেরা পার্শ্ব অভিনেতা: ফাহাদ ফাজিল (থন্ডিমুথালাম দৃকসাক্ষীয়াম)
সেরা শিশু শিল্পী: বানিতা দাস (ভিলেজ রকস্টারস, অসমিয়া)
সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবি: বাহুবলী: দ্য কনক্লুশন
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড: বিনোদ খান্না
সেরা অ্যাকশন: বাহুবলী: দ্য কনক্লুশন
সেরা নৃত্য পরিচালক: গনেশ আচার্য (গোরি তু লাথ মার, টয়লেট-এক প্রেম কথা)
সেরা স্পেশাল ইফেক্টস: বাহুবলী: দ্য কনক্লুশন
বিশেষ জুরি পুরস্কার: নগর কীর্তন (বাংলা)
সেরা নতুন পরিচালক: পামপালি (সিঞ্জার)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: মাইয়াত (মারাঠি)
সেরা গীতিকার: জে এম প্রহ্লাদ (মুতুরত্ন, ছবি: মার্চ ২২)
সেরা সংগীত পরিচালনা: এ আর রাহমান (কাতরু ভেলিয়িদাই)
সেরা আবহ সংগীত: এ আর রাহমান (মম)
সেরা রূপসজ্জাকর: রাম রাজাক (নগর কীর্তন)
সেরা কস্টিউম: গোবিন্দ মন্ডল (নগর কীর্তন)
সেরা শিল্প নির্দেশনা: সন্তোষ রাজন (টেক অফ)
সেরা সম্পাদনা: ভিলেজ রকস্টারস
সেরা শব্দসজ্জা ও সেরা শব্দগ্রাহক: ওয়াকিং উইথ দ্য উইন্ড (স্যামুয়েল জর্জ, জাস্টিন অ্যা জোসে)
সেরা অডিওগ্রাফি: মল্লিকা দাস (ভিলেজ রকস্টারস)
সেরা মৌলিক চিত্রনাট্য:  থন্ডিমুথালাম দৃকসাক্ষীয়াম (মালয়ালাম)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ভায়ানাকাম (মালয়ালাম)
সেরা গায়িকা: শাশা তিরুপতি (ভান, কাতরু বেলিয়িদাই)
সেরা গায়ক: কে.জে ইয়েসুদাস (পয় মারাঞ্জা কালাম, বিশ্বাসঅপূর্বম মানসুর)
সেরা শিশুতোষ ছবি: মোরকিয়া
সেরা শিল্প-সংস্কৃতি বিষয়ে ছবি: গিরিজা: অ্যা লাইফ অব মিউজিক
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য ফিশ কারি, দ্য বাস্কেট
জাতীয় সংহতি বিষয়ক ছবির জন্য নার্গিস দত্ত পুরস্কার: ধাপ্পা (মারাঠি)
সেরা শিক্ষামূলক ছবি: দ্য গার্লস উই ওয়্যার অ্যান্ড দ্য ওমেন উই আর
সেরা আঞ্চলিক ছবির পুরস্কার
সেরা হিন্দি ছবি: নিউটন
সেরা বাংলা ছবি: ময়ূরাক্ষ্মী
সেরা লাদাখি ছবি: ওয়াকিং ইন দ্য উইন্ড
সেরা তুল্লু ছবি: পাদ্দাই
সেরা ওড়িয়া ছবি: হ্যালো আরসি
সেরা মারাঠি ছবি: কাঁচা লিম্বু
সেরা মালয়ালাম ছবি: থন্ডিমুতালুম দৃকসাক্ষীয়ুম
সেরা কান্নাড়া ছবি: হেবেতু রামাকা
সেরা জেসারি ছবি: সিঞ্জার
সেরা অসমিয়া ছবি: ইশু
সেরা তামিল ছবি: টু-লেট
সেরা তেলুগু ছবি: দ্য গাজি অ্যাটাক
সেরা গুজরাতি ছবি: ডিএইচএইচ

স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডস
মোরকিয়া (মারাঠি)
হ্যালো আরসি (ওড়িয়া)
পার্বতী (টেক অফ)

পঙ্কজ তিরুপতি (নিউটন)

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…