X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ‘সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ০০:০২আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৩:২৯

বইয়ের মোড়ক উন্মোচনে অতিথিরা। বাঁ থেকে- রফিকুল আলম, নাসের ইজাজ, অধ্যাপক আনিসুজ্জামান, মাহ্ফুজ আনাম, মোহাম্মদ রফিকউজ্জামান ও আবিদা সুলতানা আবারও শুরু হচ্ছে ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। আলোকচিত্র, গানের লিরিক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এবার ১১তমবারের মতো এ আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে ১৭ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এবারের আয়োজনের থিম ও সময়সূচি ঘোষণা করা হবে বলে জানায় আয়োজক ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এদিকে আয়োজনের অংশ হিসেবে গতকাল ১৬ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় ডেইলি স্টার মিলনায়তনে বই প্রকাশনা অনুষ্ঠান করা হয়। বইয়ে গত ২০১৬-১৭ বছরে অংশ নেওয়া আলোকচিত্রীদের স্থিরচিত্র স্থান পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘এমন উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। আমরা বৈশ্বিক উন্নতির খবর পাই। কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছি তা এই বই দেখে বোঝা যায়। এটি একটি দলিল।’ বক্তব্য রাখছেন ববিতা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, অভিনেত্রী সুচন্দা, ববিতা, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা ফারুক, শহিদুল আলম সাচ্চু, সংগীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানাসহ অনেকে। বইয়ের মোড়ক উন্মোচনে বেশিরভাগ অতিথিরা অংশ নেন। এরপর বক্তব্যেও অংশ নেন সুচন্দা, ববিতা ও আয়োজক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের আয়োজক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম জানান, এবারও তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। বিভাগগুলো হলো- আলোকচিত্র, গানের লিরিক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পেশাদার ও অপেশাদার ব্যক্তিরা এতে অংশ নিতে পারবেন। প্রকাশনা উৎসব শেষে সংগীত পরিবেশন করে ব্যান্ড লালন। লালন ব্যান্ডের পরিবেশনা

ছবি- সাজ্জাদ হোসেন

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’