X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘স্থাপত্যে বাংলাদেশ’ বিষয় নিয়ে সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতা

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৫:৪৯

অনুষ্ঠানের মূল মঞ্চে আয়োজকরা আজ (১৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে ১১তম ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। এবারের বিষয় ‘স্থাপত্যে বাংলাদেশ’। এই থিমের ওপর ভিত্তি করে আগামী তিন মাস আলোকচিত্র, গীতিকবিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেওয়া হবে। আয়োজনের ওয়েবসাইট www.celebratinglifebd.com -এ গিয়ে এগুলো জমা দেওয়া যাবে।
প্রতিযোগিতা উপলক্ষে ১৭ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম বলেন, ‘স্থাপত্যে আমাদের দেশ কতটা সুন্দর তা হয়তো আমাদের ধারণা নেই। বাংলাদেশের স্থাপত্য নিয়ে সুইজারল্যান্ডে মাসব্যাপী একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। যা আগামী ১ বছর বিশ্বব্যাপী ঘুরবে। তথ্যটি জানার পর আমরা বেশ চমকিত হই। এবং আমাদের মনে হয়েছে, এ বিষয়টি আমাদের ফোকাস করা উচিত।’
ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম তিনি আরও বলেন, ‘এ তিনটি ক্যাটাগরি ছাড়াও বরাবরের মতো এবারও আমরা আজীবন সম্মাননা পুরস্কার দেব। যোগ্য লোকের হাতে এটি তুলে দিতে পারাটা আমাদের জন্যও অত্যন্ত সম্মানের।’
এদিকে গীতিকবিতায় এবারের থিম কতটা তুলে ধরা সম্ভব, এ প্রসঙ্গে গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, ‘উত্তরবঙ্গে আমাদের অনেক প্রত্নতত্ত্ব আছে। সুন্দরবনে বিক্রমাদিত্যের যশোর রাজ্যের রাজধানী আছে। এমন অনেক কিছু আমাদের অজানা রয়ে গেছে। ফলে গানের মধ্য দিয়ে এমন অনেক বিষয় পেয়ে যেতে পারি আমরা। আর এটি একজন তরুণ গীতিকবিকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পারে।’
এদিকে আয়োজনের অংশ হিসেবে গতকাল ১৬ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় ডেইলি স্টার মিলনায়তনে বই প্রকাশনা অনুষ্ঠান করা হয়। বইয়ে গত ২০১৬-১৭ বছরে অংশ নেওয়া আলোকচিত্রীদের স্থিরচিত্র স্থান পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!