X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কানে বিচারকের আসনে ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১০:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১০:৪৪

ক্রিস্টেন স্টুয়ার্ট পাম দ’র (স্বর্ণপাম) জিতবে যে ছবি, তা নির্বাচন করা চাট্টিখানি ব্যাপার নয়। এ এক গুরুদায়িত্ব। কারা সামলাবেন তা? কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে প্রতিযোগিতা বিভাগের সভাপতি অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। একথা আগেই জানানো হয়েছে। এবার ঘোষণা করা হলো, কারা দায়িত্ব পালন করবেন তার নেতৃত্বে।

প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে এবার নারীদের প্রাধান্য লক্ষণীয়। তাদের মধ্যে বড় আকর্ষণ ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। মাত্র ২৮ বছর বয়সেই কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। তার ঝুলিতে আছে উডি অ্যালেনসহ বিখ্যাত নির্মাতাদের ছবিতে কাজের অভিজ্ঞতা। 

জেমস বন্ড সিরিজের ‘স্পেক্টর’ ও ‘মিশন ইমপসিবল’ সিরিজের ফরাসি অভিনেত্রী লেয়া সেদু নিশ্চিতভাবেই জৌলুস ছড়াবেন বিচারক প্যানেলে। কেট ব্ল্যানচেট, ক্রিস্টেন স্টুয়ার্ট ও লেয়া সেদুসহ প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে আছেন মোট পাঁচ নারী। বাকি দু’জন হলেন ‘সেলমা’ ছবির পরিচালক আভা ডুভারনে ও বুরুন্ডির গায়িকা খাজা নিন।

অন্য বিচারকদের মধ্যে রয়েছেন ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ তারকা চ্যাং চেন, ‘ব্লেড রানার ২০৪৯’ ছবির পরিচালক ডেনিস ভিলেন্যুভ, রুশ পরিচালক আন্দ্রে জিভিয়াজিন্তসেভ ও ফরাসি পরিচালক রবার্ট গেদিজিয়ন। এবার পাঁচ মহাদেশ থেকে সাত জাতির সম্মিলন ঘটছে বিচারক প্যানেলে।
ইতোমধ্যে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৮টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। তবে এ তালিকায় আরও দুই-একটি ছবি যুক্ত হতে পারে। আগামী ১৯ মে উৎসবের সমাপনী দিনে বিচারকরা স্বর্ণপাম জয়ী ছবির নাম জানাবেন। এর আগে ৮ মে পর্দা উঠবে এই আয়োজনের। এবারের উদ্বোধনী ছবি ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’।

৭১তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারকরা প্রতিযোগিতা বিভাগের বিচারকরা
* কেট ব্ল্যানচেট (অস্ট্রেলীয় অভিনেত্রী, প্রযোজক)
* ক্রিস্টেন স্টুয়ার্ট (মার্কিন অভিনেত্রী)
* লেয়া সেদু (ফরাসি অভিনেত্রী)
* আভা ডুভারনে (মার্কিন চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক)
* খাজা নিন (বুরুন্ডিয়ান গীতিকার, সুরকার ও গায়িকা)
* চ্যাং চেন (চীনা অভিনেতা)
* ডেনিস ভিলেন্যুভ (কানাডিয়ান পরিচালক, চিত্রনাট্যকার)
* আন্দ্রে জিভিয়াজিন্তসেভ (রুশ পরিচালক, চিত্রনাট্যকার)
* রবার্ট গেদিজিয়ন (ফরাসি পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক)

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!