X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার সেই তালিকায় যোগ হলেন ইমরানও

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১২:৪১আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:১৬

ইমরান মাহমুদুল। ছবি: সাজ্জাদ হোসেন এ পর্যন্ত অনেক সংগীত তারকাই রেডিও-টিভিতে শো করেছেন, করছেন এখনও। আইয়ুব বাচ্চু থেকে মিনার—সংখ্যাটা বেশ লম্বাই হবে। সেই তালিকায় এবার নিজেকে সংযুক্ত করলেন সময়ের সফল সংগীতশিল্পী ইমরান।
তবে টিভি অনুষ্ঠান দিয়ে নয়। তার শুরুটা হচ্ছে একটি রেডিও শো দিয়ে।
ইমরান বাংলা ট্রিবিউনকে জানান, রেডিও টুডেতে সাপ্তাহিক একটি শো নিয়ে হাজির হচ্ছেন তিনি। ৪ মে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের নাম ‘ইমরানস লাইভ’। মে মাস থেকে প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শো’টি সরাসরি সম্প্রচার হবে। একই অনুষ্ঠান একই সময়ে দেখা যাবে ফেসবুক লাইভেও।
ইমরান বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারে প্রথম উপস্থাপনা বা সঞ্চালনা। এর আগে টিভি-রেডিও কোথাও আমি এই দায়িত্ব পালন করিনি। ফেসবুকেও সচরাচর লাইভে আসা হয় না আমার। ফলে এবারের অনুষ্ঠানটি আমি ও আমার শ্রোতা-ভক্তদের জন্য কাঙ্ক্ষিত একটি বিষয় হবে।’
আরও বলেন, ‘এতে আমি সরাসরি আড্ডা দেবো শ্রোতাদের সঙ্গে। তাদের অনুরোধে গান করারও চেষ্টা করবো। আসলে অনুষ্ঠানটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। যা অনুষ্ঠান শুরুর আগে বলে দিতে চাই না। এতে নতুন কিছু হবে বলেই আমাদের বিশ্বাস।’
‘ইমরানস লাইভ’ শিরোনামের এই অনুষ্ঠানে শুধু গান আর আড্ডাই থাকছে না। থাকছে ‘মিট উইথ ইমরান’ নামে একটি সেগমেন্ট। এখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজে অংশ নিয়ে বিজয়ী শ্রোতা পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অনএয়ারে আড্ডা দেওয়ার সুযোগ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকছেন রেডিও টুডের প্রধান প্রযোজক ফখরুল হক শাওন। সম্প্রতি রেডিও টুডে কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিও হয় ইমরানের। রেডিও টুডে’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ইমরান

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান