X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হলিউডে ইরফান খানের ‘ধাঁধা’

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১০:০০আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১০:০০

‘পাজল’ ছবিতে ইরফান খান ও কেলি ম্যাকডোনাল্ড ইরফান খানের অসুস্থতার খবরে তার পরিবারের মতো ভক্তরাও বিষণ্ন। বিরল রোগে ভুগে উন্নত চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে। এর মধ্যে একমুঠো তাজা হাওয়া হয়ে এলো একটি ট্রেলার। এটি হলিউডে তার নতুন ছবি ‘পাজল’-এর। যার বাংলা করলে দাঁড়ায় ধাঁধা। ২ মিনিট ১৬ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি নিয়ে বলিউড-হলিউডে চলছে আলোচনা।

যদিও এ ছবির গল্পের কেন্দ্রবিন্দু মধ্যবিত্ত নারী অ্যাগনেস। স্বামী-সন্তান নিয়ে সাধারণ জীবনযাপন করেন তিনি। তারও যে আকাঙ্ক্ষা বলে কিছু থাকতে পারে তা যেন বুঝতেই চান না স্বামী লুই। এরপর একদিন রবার্টের সঙ্গে পরিচয় হয় অ্যাগনেসের। ওই মানুষটাই তাকে বোঝান অনুপ্রেরণা কাকে বলে। রবার্টের সুবাদে আত্মবিশ্বাস বাড়তে থাকে তার।
ছবিটিতে অ্যাগনেস চরিত্রে অভিনয় করেছেন কেলি ম্যাকডোনাল্ড। ‘গসফোর্ড পার্ক’ (২০০১) ও ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ (২০০৭) ছবির জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি। রবার্ট চরিত্রে দেখা যাবে ইরফানকে।

এ বছরের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে মার্ক টার্টেলটাউব পরিচালিত ‘পাজল’-এর প্রিমিয়ার হয়। সনি পিকচার্স ক্ল্যাসিকসের পরিবেশনায় ১ ঘণ্টা ৪৩ মিনিট ব্যাপ্তির ছবিটি প্রেক্ষাগৃহে আসবে আগামী ১৩ জুলাই। এটি মূলত ২০১০ সালে নির্মিত আর্জেন্টিনার ‘পাজল’ ছবির রিমেক। ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসবে সোনার ভালুকের (গোল্ডেন বিয়ার) জন্য মনোনীত হয়েছিল এটি।

হলিউডে ২০০৭ সালে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘অ্যা মাইটি হার্ট’ ছবিতে দেখা গেছে ইরফান খানকে। এরপর ‘স্লামডগ মিলিয়নিয়ার’ (২০০৮), ‘দ্য অ্যামাজিং স্পাইডার-ম্যান’ (২০১২), অস্কারজয়ী ‘লাইফ অব পাই’ (২০১২), ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (২০১৫), টম হ্যাঙ্কসের সঙ্গে ‘দ্য ইনফারনো’ (২০১৬) ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি।

বলিউডে ইরফানের সবশেষ মুক্তি পাওয়া ‘ব্ল্যাকমেইল’ দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ জুন মুক্তি পাবে ৫১ বছর বয়সী এই তারকার আরেক হিন্দি ছবি ‘কারওয়ান’।

‘পাজল’ ছবির ট্রেলার:



/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!