X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাজ ও হাবিব: ‘নিয়তি’কে অস্বীকার করছে দু’পক্ষই!

ওয়ালিউল বিশ্বাস
২৩ এপ্রিল ২০১৮, ০০:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

হাবিব দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ নিয়ে এবারও শুরু হয়েছে বিতর্ক। এবারের বিষয়, নৃত্য পরিচালক ক্যাটাগরিতে অনিয়ম।
২০১৬ সালের পুরস্কারের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে এবার নির্বাচিত হয়েছেন ‌‘নিয়তি’ ছবির জন্য হাবিব। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ প্রযোজিত এই ছবিটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। অথচ এই জাতীয় স্বীকৃতি ঘরে তুলবেন না বলে বেঁকে বসেছেন পুরস্কারজয়ী হাবিব!
সবাইকে বিস্মিত করে তিনি বলছেন একেবারে বিপরীত কথা; এ ছবিতে তিনি নাকি কাজই করেননি! তাই এ পুরস্কারও তার নয়। কয়েকদিন ধরেই ‌‌‘নিয়তি’কে অস্বীকার করছেন হাবিব। এমনকি ২১ এপ্রিল বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে বসে দিব্যি সংবাদ সম্মেলনও করেছেন তিনি। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘চলচ্চিত্রে যারা কাজ করেন সবারই  জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার স্বপ্ন থাকে। আমার স্বপ্নও একই। কিন্তু আমি এই পুরস্কারটি নিতে পারবো না। কারণ, যে কাজের জন্য আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, আমি তো সেই কাজটাই করিনি।’
বিষয়টি গড়িয়েছে সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারক পর্যন্তও। এমন পরিস্থিতিতে পড়ে তারাও বিব্রত। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে তথ্য দিয়ে চলচ্চিত্র জমা দেওয়া হয়, সেটির ভিত্তিতেই ছবির সেন্সর ও পুরস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তারা জানাচ্ছেন, আনুষ্ঠানিক অভিযোগ আসারই তারা কেবল এ বিষয়ে কাজ করতে পারেন। তাই এমন বিভ্রান্তকর তথ্যের দায়ভারটি প্রযোজনা প্রতিষ্ঠানের ওপরই পড়ে।
সংশ্লিষ্টরা বলছেন, ‘নিয়তি’ ছবির নৃত্যপরিচালক হিসেবে হাবিবের নাম জমা দিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ফলে চলমান বিতর্কের প্রধান ও প্রথম দায় বর্তায় এই প্রতিষ্ঠানটির ওপর। যদিও শুরু থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি প্রতিষ্ঠানটির প্রধান আবদুল আজিজ।
তবে এতদিন কথা না বললেও আজ ‌(২২ এপ্রিল) বাংলা ট্রিবিউনের কাছে এ নিয়ে মন্তব্য করলেন তিনি। আর তা চমকে ওঠার মতোই! তিনিও করলেন ‘নিয়তি’কে অস্বীকার!
প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজের ভাষ্য, ‘‘ছবিটির প্রযোজক জাজ নয়। তাহলে আমি কেন এই বিতর্ক নিয়ে কথা বলব? জাজ মাল্টিমিডিয়া ‘নিয়তি’ ছবির পরিবেশক মাত্র। এটার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এএইচকে খান এন্টারটেইনমেন্ট’। আমাদের কাজ ছিল ছবিটি পরিবেশনার শুধু।’’
আবদুল আজিজ এদিকে এমন দাবির প্রেক্ষিতে চটজলদি সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউন প্রতিবেদকের। গুলজার বলেন, ‘এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ, ছবিটি নিয়ে সংবাদ সম্মেলন থেকে শুরু করে পুরস্কারের জন্য জমা দেওয়া ডকুমেন্টস পর্যন্ত এর প্রযোজক হিসেবে জাজ মাল্টিমিডিয়ায় ও আবদুল আজিজের নাম ব্যবহার করা হয়েছে। এখন সেটি অস্বীকারের উপায় নেই। সেন্সর বোর্ডের নথি ঘাঁটলেও এটার প্রমাণ মিলবে।’
এর পরপরই ফোনে যোগাযোগ করা হয় ছবির পরিচালক জাকির হোসেন রাজুর সঙ্গে। তিনি প্রথমে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলেও, আলাপের প্রসঙ্গ ‘নিয়তি’ হওয়ায় দ্রুত নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আমি অসুস্থ! ঘুমের মধ্যে আছি। এখন নয়, পরে কথা বলবো।’
এদিকে, জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে অনলাইনের সমস্ত প্রচারণায় এখনও দেখা যাচ্ছে প্রযোজক হিসেবে তাদেরই নাম ব্যবহার করা। গান, টিজার এমনকি প্রচারণার জন্যও তারা সবসময় এমনটিই দাবি করেছে। তবে এই মুহূর্তে ‘নিয়তি’কে তারা নিজেদের প্রযোজিত ছবি হিসেবে অস্বীকার করছে!
শেষ পর্যন্ত ‘নিয়তি’র এমন নিয়তি হবে তা হয়তো কেউ-ই ভাবতে পারেনি!
প্রসঙ্গত, সূত্র ও ইউটিউব থেকে পাওয়া তথ্যে জানা যায় ‘নিয়তি’র নৃত্য পরিচালনা করেছেন ভারতের জয়েস প্রধান। ইউটিউব থেকে নেওয়া- প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া, নৃত্য পরিচালক জয়েস প্রধান

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…