X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন মডেল আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৪:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৫:৪০

আসিফ। ছবি ফেসবুক থেকে সংগৃহীত আপসের শর্তে জামিন পেয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসিফের বিরুদ্ধে তার স্ত্রী শামীমা আক্তার অরণি মামলাটি করেছিলেন।

বুধবার (২৫ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিচারক জামিনের আদেশে বলেন, স্ত্রীর সঙ্গে আপস-মীমাংসার জন্য আগামী ৬ মে পর্যন্ত তার জামিন বহাল থাকবে।’
২৩ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজমের আদালত কাজী আসিফকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিনের আবেদনের জন্য আদালত ২৫ এপ্রিল দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডা প্রবাসী অরণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। এরপর তাদের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। একপর্যায়ে তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন আসিফ। এ ঘটনায় ৬ মার্চ অরণি বাদী হয়ে মামলা করেন। সে মামলা বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসিফ-অরণির ঘরে একটি কন্যাসন্তান রয়েছে।
উল্লেখ্য, আসিফ ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কেড়েছেন। এরপর নিয়মিত ছোটপর্দায় কাজ করে চলেছেন তিনি। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সর্বাধিক আলোচনায় আসেন এই শিল্পী। আসিফ ও অরণি

/টিএইচ/এসটি/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা