X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ১৫:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৮:১৭

হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব জমকালো উৎসবের মধ্য দিয়ে মুক্তি পেল নুসরাত ফারিয়ার গাওয়া গান-ভিডিও ‘পটাকা’। ২৬ এপ্রিল, বৃহস্পতিবার রাত ঠিক ৮টায় গানটির ভিডিও উন্মুক্ত করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে এক্সক্লুসিভলি ভিডিওটি উপভোগ করা যাচ্ছে দেশের অন্যতম ভিডিও শেয়ারিং সাইট বাংলাফ্লিক্স-এ।   
হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব ‘পটাকা’র প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বনানীর অভিজাত এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার। এতে অনুষ্ঠানের মূল চমক হয়ে ছিলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যিনি প্রথমবারের মতো গান গেয়ে চমকে দিলেন বাংলাদেশ-ভারতের ভক্ত-শ্রোতাদের। ‘পটাকা’র এই প্রকাশনা উৎসবের মূল মঞ্চে আরও হাজির ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু, বাংলাফ্লিক্স-এর পক্ষ থেকে ইবি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, প্রাণ-আরএফএল প্লাস্টিক লিমিটেডের হেড অব মার্কেটিং আরাফাতউর রহমান আরাফাত, জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ, পটাকা’র সংগীত পরিচালক প্রীতম হাসান ও গীতিকার রাকিব হাসান রাহুল, চিত্রনায়ক আরেফিন শুভ, কণ্ঠশিল্পী কণা, অভিনেত্রী বাঁধনসহ অনেকেই।
হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব ‘পটাকা’র প্রকাশনা উৎসবে সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু তার বক্তব্যে বলেন, ‘নুসরাত ফারিয়া আমাদের দুই বাংলার চলচ্চিত্রের উজ্জ্বল মুখ। তার গানটি শোনার পর আমার ধারণা বদলে গেল। আমি বিস্মিত হলাম তার কণ্ঠ শুনে! কণ্ঠশিল্পী হিসেবে একবাক্যে তিনি অসাধারণ—গানটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর সেই গানের সঙ্গে ভিডিওতেও সমান ছন্দ তুলে ধরেছেন তার নাচে। নুসরাত ফারিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তিনি সিএমভি পরিবারকে বিশ্বাস করেছেন।’  
হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব নুসরাত ফারিয়া জানান, অনেকটা চুপিসারে গত বছর ডিসেম্বরে ‘পটাকা’ গানের রেকর্ডিং করেন তিনি। প্রায় ৬ মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।

হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব প্রকাশনা উৎসবে সবার উদ্দেশে নুসরাত ফারিয়া বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গানটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিজন মানুষকে। তাদের সাপোর্ট ছাড়া ফাইনালি আজ আমরা এখানে এক হতে পারতাম না। এটা অনেক সুন্দর একটা গান। আপনারা এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি। আর এই গানটি থেকে প্রাপ্ত আয়ের ১০ ভাগ আমি ব্যয় করবো স্কুলশিক্ষার্থীদের জন্য।’
হলো নুসরাত ফারিয়ার ‘পটাকা’ উৎসব এদিকে চিত্রনায়ক আরেফিন শুভ বলেন, ‘ফারিয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তার মতো পজেটিভ মাইন্ড আর পরিশ্রমী মানুষের দেখা সচরাচর মেলে না। সে হিসেবে আমি সৌভাগ্যবান। আমার ধারণা, সে এই গানটি গেয়ে যে ট্রেন্ড সেট করে দিলো সেটি নিকট আগামীতে আরও দেখতে পাবো অন্য নায়ক-নায়িকাদের মধ্যে। আমি নিজেও তার সঙ্গে গাইতে চাই। তার জন্য শুভকামনা।’
ইউটিউবে ‘পটাকা’:

/এস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!