X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি প্রতিরোধে হটলাইন চালু করছে কান

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ১০:০১আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১০:০১

এবারের কান উৎসবের জুরি প্রধান কেট ব্ল্যানচেট নিন্দিত হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অনেক অভিনেত্রী। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসবে নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি চার তারকার। তাই কানের ৭১তম আসরে যৌন হয়রানি প্রতিরোধে থাকছে হটলাইন। এর মাধ্যমে ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শীরা যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।

ফ্রান্সের সমঅধিকার বিষয়ক সচিব মার্লিন শিয়াপা বলেছেন, ‘যৌন হয়রানি প্রতিরোধে আমরা কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছি। এই হটলাইনের ফলে ফরাসি উপকূলে বিশ্বের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে প্রত্যেকেই নিজের ব্যবহার নিয়ে সতর্ক থাকবে।’

শুধু অভিনেত্রীদের সুরক্ষাই নয়, চলচ্চিত্র শিল্পে কর্মরত সব নারীর সুবিধার্থেই হটলাইন ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্লিন শিয়াপা। ফরাসি এই সচিব নিজ দেশের বার্তা সংস্থা এএফপিকে আরও বলেন, ‘হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যেসব ধর্ষণের অভিযোগ রয়েছে, সেগুলোর একটি ঘটেছে কানে। তাই উৎসব আয়োজকরা চুপ করে থাকতে পারেন না।’

কানে বিলাসবহুল একটি হোটেলে হার্ভি ওয়াইনস্টিন ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেছেন ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টো। তখন তার বয়স ২১ বছর।

৭১তম কান উৎসবে বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তার নেতৃত্বেই পাম দ’র জয়ী ছবি বেছে নেবেন বিচারকরা। তবে মিটু হ্যাশট্যাগ আন্দোলনের মধ্যেও কানে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবির মধ্যে কেবল তিনটির নির্মাতা নারী।
হলিউডে প্রতি বছর যত ছবি তৈরি হয় সেগুলোর ক্ষুদ্র শতাংশ পরিচালনা করেন নারীরা। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঁসোয়া নাইসেন ক্যামেরার পেছনে নারীদের আরও কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবারের কান উৎসবে নারী নির্মাতাদের সহায়তায় একটি আন্তর্জাতিক তহবিল চালু করতে চান তিনি।

এদিকে যৌন হয়রানি প্রতিরোধে হটলাইন চালুর সিদ্ধান্ত নিলেও অভিযুক্ত ডেনিশ নির্মাতা লার্স ভন ট্রিয়ারের ওপর থেকে সাত বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কান। নিজেকে নাৎসী বলায় ২০১১ সালে তাকে নিষিদ্ধ করা হয়। গত বছরের অক্টোবরে আইসল্যান্ডিক গায়িকা বিওর্কের অভিযোগ ছিল, ‘ড্যান্সার ইন দ্য ডার্ক’-এর শুটিংয়ের সময় লার্স ভন ট্রিয়ার তাকে যৌন হয়রানি করেছেন। এ ছবিতে দারুণ অভিনয়ের জন্য ২০০০ সালে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। 

কান উৎসবের আয়োজকরা আগেও কপালে ভ্রু উঠে যাওয়ার মতো কাণ্ড ঘটিয়েছেন। ২০১৬ সালে লালগালিচায় উঁচু হিল পরে আসার ব্যাপারে জোর দিলে সমালোচিত হন তারা। এর প্রতিবাদে হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস খালি পায়ে লালগালিচায় হাঁটেন।

কানের ৭১তম আসর শুরু হবে আগামী ৮ মে। এবারের উদ্বোধনী ছবি আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’ (পেনেলোপি ক্রুজ, হাভিয়ার বারদেম)। ১২ দিনের এই আয়োজনের পর্দা নামবে ১৯ মে। এবারের সমাপনী ছবি ব্রিটিশ নির্মাতা টেরি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিল্ড ডন কিহোটে’।
এদিকে হলিউডের ক্ষমতাধর প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারি কীভাবে ফাঁস করলো নিউ ইয়র্ক টাইমস, অন্তরালের সেই ঘটনা নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এতে অর্থলগ্নি করবে অন্নপূর্ণা পিকচার্স ও অভিনেতা ব্র্যাড পিটের প্ল্যান বি এন্টারটেইনমেন্ট। তাদের প্রতিবেদনের সুবাদে কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মিটু হ্যাশট্যাগ আন্দোলন। এর স্বীকৃতি হিসেবে পুলিৎজার জিতেছে পত্রিকাটির সাংবাদিকরা। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...