X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফিরেছেন ঈশিতা, সঙ্গে কিংবদন্তি সৌমিত্র

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৫:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২০:১৮

কলকাতার শুটিং সেটে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ঈশিতা কলকাতা থেকে ফিরেছেন আজ (২৮ এপ্রিল) সকালেই। তার আগের চারদিন সেখানে মুগ্ধতার ঘোরে ছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে; শুটিং সেটে। আর এভাবেই টানা চার বছর পর অভিনয়ে ফিরেছেন ঢাকার অভিনেত্রী ঈশিতা।
তিনি জানান, ‘কাঠপেন্সিল’ নামের একটি টেলিছবির কাজ করেছেন সেখানে। সহশিল্পী হিসেবে পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এর কাহিনি ও নির্মাণ করছেন রাফায়েল আহসান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জ্যোতি হাজরা।
ঈশিতা জানান, ২৩ থেকে ২৬ এপ্রিল টানা ৪দিন এর শুটিং হয়েছে কলকাতায়। ঢাকায় শিগগিরই আরও ২দিন শুটিং হবে। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অংশের শুটিং কলকাতাতেই শেষ হয়েছে। এতে অন্যতম আরেকটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মডেল-অভিনেতা অর্ণব অন্তু।
ঈশিতা বলেন, ‘সত্যিই আমি ঘোরের মধ্যে ছিলাম। তাঁকে (সৌমিত্র চট্টোপাধ্যায়) এত কাছ থেকে দেখবো, কথা বলবো, একই নাটকে অভিনয় করবো- ভাবিনি। শুটিং সেটে তাঁকে দেখে আমি প্রথমে নির্বাক হয়ে যাই। অথচ কোন ফাঁকে উনি আমাদের সবাইকে তার কথার যাদুতে আপন করে নিলেন- টেরই পাইনি। খুব দ্রুত ৪টি দিন ফুরিয়ে গেল!’
কলকাতার শুটিং সেটে ঈশিতা, অন্তু ও সৌমিত্র চট্টোপাধ্যায় ‘কাঠপেন্সিল’ এর গল্প মূলত পেইন্টার, সাংবাদিক ও ফটোগ্রাফার- এই তিনটি চরিত্রকে ঘিরে। যেখানে ভারতীয় বিখ্যাত লেখক ও পেইন্টারের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলাদেশী সাংবাদিক ও লেখক চরিত্রে ঈশিতা এবং ভারতীয় ফটো সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন অর্ণব।
অর্ণব অন্তু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহা সৌমিত্র দা। সে এক অতিমানবীয় মুহূর্ত! তাঁকে এত কাছ থেকে দেখা এবং একসঙ্গে অভিনয় করার এই স্মৃতি আজীবন মনে থাকবে।’
টেলিছবিটির কলকাতা অংশের শুটিং হয়েছে ঘোষবাড়ি শুটিং হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ট্রাম স্টেশন, গঙ্গার পাড়েসহ কলকাতার বিভিন্ন রাস্তায়।
জানা গেছে, আসছে ঈদে এটি সম্প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। যা এখনও চূড়ান্ত নয়।
এদিকে ঈশিতা তার স্মৃতি থেকে জানান, তিনি সর্বশেষ অভিনয় করেছেন চার বছর আগে নির্মাতা-অভিনেতা শহীদুজ্জামান সেলিমের একটি ঈদের নাটকে। একটি দৃশ্যে অন্তু ও ঈশিতা

/এস/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি