X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই কবিতার নির্যাস থেকে এক টেলিছবি

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০১৮, ১৫:৫৭আপডেট : ০৫ মে ২০১৮, ১২:৩৮

শুটিংয়ে তাসনুভা, অনি ও অপর্ণা নির্মিত হলো বিশেষ টেলিছবি ‘মেঘবালিকার জন্য রূপকথা’। জয় গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ ও শুভ দাশগুপ্তের ‘প্রেম’ কবিতা অবলম্বনে এটি নির্মাণ করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ।
দুটি অনবদ্য কবিতার নির্যাস থেকে এর গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। সম্প্রতি এর চিত্রধারণ শেষ হলো উত্তরা ও রূপগঞ্জের বিভিন্ন লোকেশনে।  
টেলিছবিটিতে মেঘবালিকা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, কবি চরিত্রে ওমর আইয়াজ অনি ও বৃষ্টি চরিত্রে তাসনুভা তিশা।
নির্মাতা জানান, শুভ দাশগুপ্তের ‘প্রেম’ কবিতার সেই প্রেমিক ছেলেটিই জয় গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’র আজন্ম মেঘবালিকাকে খুঁজে বেড়ানো বোহেমিয়ান কবি। মেঘবালিকাকে খুঁজতে খুঁজতে কবির সঙ্গে দেখা হয়ে যায় বৃষ্টির। বিষণ্নতায় ঘেরা বৃষ্টি ভালোবেসে ফেলে কবিকে। আবার কবি ও মেঘবালিকার প্রেম শুরু হতে না হতেই ‘স্বপ্নপোকা’ বাসা বাঁধে কবির মাথায়। শুরু হতে থাকে কবিতার মতো সুন্দর আর হাহাকারের এক গল্প।
নাটকটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন ধারার একটি কাজ। অনেক দিন পর এত চমৎকার একটি গল্পের নামভূমিকায় কাজ করে সত্যিই ভালো লাগছে।’
একািট দৃশ্যে তাসনুভা ও অনি ওমর আইয়াজ অনি বলেন, ‘এটি একটি লিরিক্যাল ফিকশন। প্রতিটি কথাই কবিতা কিংবা কবিতার মতোই শব্দের বুনন। জয় গোস্বামীর বহুল জনপ্রিয় এই কবিতায় কাজ করাটা অন্য রকম অনুভূতির ব্যাপার।’
তাসনুভা তিশা বলেন, ‘ছোটবেলা থেকেই কবিতা দুটো পড়ে বা আবৃত্তি শুনে আসছি। ভীষণ প্রিয় দুটি কবিতা। অভিনয়ে একটু বেগ পেতে হয়েছে। কারণ, প্রায় দৃশ্যে হুবহু কবিতার চরণগুলো সংলাপ আকারে এসেছে। দিনশেষে বেশ ভালো লাগছে অসাধারণ এই কাজটির সঙ্গে থাকতে পেরে।’
নির্মাতা জানান, আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!