X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্মাতা গৃহবন্দি তাই রাখা হয়েছে শূন্য চেয়ার

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৪ মে ২০১৮, ১৪:২০আপডেট : ১৪ মে ২০১৮, ১৪:৫৩

শূন্য পড়ে আছে জাফর পানাহির চেয়ার লালগালিচায় যেহেতু থাকতে পারেননি, তাই সংবাদ সম্মেলনেও যে ইরানি নির্মাতা জাফর পানাহিকে দেখা যাবে না বোঝা যাচ্ছিল। রবিবার (১৩ মে) সকাল ১১টায় কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরের ষষ্ঠ দিনে তার পরিচালিত ‘থ্রি ফেসস’ ছবির দুই অভিনেত্রী বেনাজ জাফারি ও মারজিয়ে রেজাই, সম্পাদক মাসতানাহ মাহোজার ও চিত্রগ্রাহক আমিন জাফারি। দুই অভিনেত্রীর পাশে একটি চেয়ারের সামনে জাফর পানাহির নাম লেখা। কিন্তু তা পড়ে আছে শূন্য।
‘থ্রি ফেসেস’ ছবির প্রচারের জন্য ফ্রান্সে আসার জন্য অনুমতি চাইলেও পাননি জাফর পানাহি। তাকে কান যাত্রার অনুমতি দিতে উৎসবের আয়োজকরা ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে ইরান সরকারকে অনুরোধ করেছিল। কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি। গৃহবন্দিই আছেন ৫৭ বছর বয়সী এই নির্মাতা।

শুধু সংবাদ সম্মেলনই নয়, শনিবার রাত সাড়ে ৯টায় স্বর্ণ পামের দৌড়ে থাকা ‘থ্রি ফেসেস’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর সময়ও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের জাফর পানাহির সম্মানে একটি চেয়ার শূন্য রাখা হয়। তখন প্রেক্ষাগৃহে উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। রবিবার গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সকাল সাড়ে ৮টা ও দুপুর পৌনে ২টা, সাল দুবুসিতে সকাল সাড়ে ৮টা, সাল দ্যু সোসানতিয়েমে সকাল সাড়ে ১১টায় ও অলিম্পিয়ায় রাত ৮টায় আবারও দেখানো হয়েছে ছবিটি। ‘থ্রি ফেসেস’ ছবির কেন্দ্রীয় চরিত্ররা

‘থ্রি ফেসেস’-এর গল্প আর্মেনিয়ান সীমান্তে উত্তর-পশ্চিম ইরানে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী তিন অভিনেত্রীকে ঘিরে। তাদের একজন অভিনয় ছাড়তে বাধ্য হয়। অন্যজন হালের বিখ্যাত তারকা। আর বাকি মেয়েটি ড্রামা স্কুলে ভর্তি হতে মুখিয়ে থাকে। কিন্তু পরিবারের গোঁড়ামির কারণে পারছে না। তাই এক অভিনেত্রীর শরণাপন্ন হয় সে। এবারও ইরানি সমাজ ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছেন জাফর পানাহি। এতে তিনি নিজেই চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন।

এবারই প্রথম কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিলেন জাফর পানাহি। ফরাসি উপকূলে এ নিয়ে তৃতীয়বার অফিসিয়াল সিলেকশনে যুক্ত হলো তার কাজ। ২০০৩ সালে কানে আঁ সার্তেন রিগার্দ বিভাগে জুরি প্রাইজ জেতে তার ‘ক্রিমসন গোল্ড’। ২০১১ সালে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই উৎসবে তার ‘দিস ইজ নট অ্যা ফিল্ম’ প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী হয়।

২০০৯ সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আহমেদানিজাদের পুনর্নির্বাচিত হওয়ার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে শামিল হওয়ার কারণে জাফর পানাহিকে চলচ্চিত্র নির্মাণে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। একইসঙ্গে ইরানের বাইরে অন্য কোনও দেশ ভ্রমণেও নিষিদ্ধ করা হয় তাকে।

জাফর পানাহিকে কানের আসার অনুমতি দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন দেশটির আরেক বিখ্যাত নির্মাতা আসগর ফারহাদি। এই নির্মাতার ‘এভরিবডি নৌস’ প্রদর্শনের মধ্য দিয়ে গত ৮ মে উৎসবের পর্দা ওঠে। এটিও আছে মূল প্রতিযোগিতায়। এবার ২১টি ছবি লড়ছে স্বর্ণ পামের দৌড়ে। ‘গার্লস অব দ্য সান’ ছবির কলাকুশলীরা

ইরানিদের দিন
উৎসবের ষষ্ঠ দিন জাফর পানাহির মতো আলোচিত ছিলেন আরেক ইরানি অভিনেত্রী। তিনি হলেন অভিনেত্রী গোলশিফতাহ ফারাহানি। মূল প্রতিযোগিতায় রয়েছে তার ‘গার্লস অব দ্য সান’। রবিবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে আসেন তিনি। কুর্দিস্তানে চরমপন্থীদের বিরুদ্ধে লড়তে নারীদের নিয়ে ব্যাটালিয়ন গঠন করা বাহার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের পঞ্চম দিন দেখানো ইভা হুসোর ‘গার্লস অব দ্য সান’ রবিবার সাল দ্যু সোসানতিয়েমে সকাল ৯টায়, গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সকাল ১১টায় আবারও প্রদর্শিত হয়। গোলশিফতাহ ফারাহানি

মূল প্রতিযোগিতা বিভাগে রবিবার বিকাল সাড়ে ৪টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ইতালির নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচারের ‘ল্যাজারো ফেলিস’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। তরুণ চাষি ল্যাজারো ও তরুণ ঔপন্যাসিক তানক্রেদির মধ্যকার বন্ধুত্বকে ঘিরেই এর গল্প। একই ভেন্যুতে রাত সাড়ে ১০টায় ছিল কোরি-ইদা হিরোকাজুর ‘শপলিফটারস’। ছবিটির গল্পে দেখা যায়, ওসামু ও তার ছেলে কনকনে ঠাণ্ডা থেকে বাঁচাতে ছোট্ট একটি মেয়েকে নিজেদের ঘরে আশ্রয় দেয়। ওসামুর স্ত্রীও তা মেনে নেন। যদিও সংসারে নুন আনতে পান্তা ফুরায়। একদিন অপ্রত্যাশিত ঘটনা তাদের বন্ধন সুদৃঢ় করে। শপলিফটারস

আঁ সার্তেন রিগার্দ
সাল দুবুসি থিয়েটারে দুপুর ২টা ও রাত ১০টায় আর্জেন্টিনার আলেহান্দ্রো ফাদেল পরিচালিত ‘মেওর্স, মনট্রি, মেওর্স’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। এন্ডিস পর্বতমালার দূরবর্তী অঞ্চলে এক নারীকে নির্মমভাবে খুনের তদন্ত করে গ্রামীণ পুলিশ কর্মকর্তা ক্রুজ। তার প্রেমিকা ফ্রান্সিসকার স্বামী ডেভিডকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। তাকে পাঠানো হয় মানসিক হাসপাতালে। কিন্তু ডেভিডের দাবি, এই নৃশংস কাজ কোনও দানবের! সকাল ১১টায় ছিল নন্দিতা দাসের ‘মান্টো’।

উৎসবের পঞ্চম দিন আঁ সার্তেন রিগার্দে প্রদর্শিত ভ্যানেসা ফিলোর ‘অ্যাঞ্জেল ফেস’ রবিবার বিকাল সোয়া ৪টায় ও রাত পৌনে ১০টায় লুকাস ডোন্টের ‘গার্ল’ আবারও দেখানো হয়েছে সাল দ্যু সোসানতিয়েমে। ‘মেওর্স, মনট্রি, মেওর্স’

পোপকে নিয়ে ছবি
স্পেশাল স্ক্রিনিং বিভাগে সাল দ্যু সোসানতিয়েমে রাত পৌনে ৮টায় ছিল জার্মানির উইম ওয়েন্দার্সের ‘পোপ ফ্রান্সিস: অ্যা ম্যান অব হিজ ওয়ার্ড’। এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে দর্শকদের প্রতি শান্তির ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস। তার আইডিয়া ও ভাবনাই এর কেন্দ্রবিন্দু।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় প্রতিযোগিতা বিভাগে বাইরে নির্বাচিত ফরাসি নির্মাতা জিল লোলুচের ‘সিংক অর সুইম’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। চল্লিশোর্ধ্ব একদল পুরুষ জীবনের বিভিন্ন সংকট থেকে উত্তরণে নিজেরা মিলে সুইমিং টিম গঠন করে। তাদের প্রশিক্ষণ দেয় একসময়ের চ্যাম্পিয়ন একজন নারী। প্রত্যেকেই নিজেকে ধীরে ধীরে নতুনভাবে আবিষ্কার করতে থাকে। সিংক অর সুইম

মিডনাইট সেশনে উৎসবের পঞ্চম দিন রাতে প্রদর্শিত ইরানি-আমেরিকান নির্মাতা রামিন বাহরানির ‘ফারেনহাইট ৪৫১’ রবিবার দুপুর ২টায় সাল দ্যু সোসানতিয়েমে আবারও দেখানো হয়েছে।

ধ্রুপদি আয়োজন
কান ক্ল্যাসিকসের অংশ হিসেবে সাল দুবুসিতে সন্ধ্যা পৌনে ৭টায় দেখানো হয় স্ট্যানলি কুবরিকের মাস্টারপিস ‘২০০১: অ্যা স্পেস ওডিসি’। এই ছবি মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করলো কান। প্রদর্শনীতে ছিলেন বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান, কুবরিকের মেয়ে ক্যাথেরিনা এবং কুবরিকের দীর্ঘদিনের সহযোগী প্রযোজক ও শ্যালক জ্যান হারলান।

একই বিভাগে সাল বুনুয়েলে সকাল ১১টায় নেদারল্যান্ডসের জর্জ স্লাইজারের ‘জোয়াও অ্যান্ড দ্য নাইফ’ (১৯৭১), দুপুর ২টায় চেক রিপাবলিকের ইয়ান নেমেচের ‘ডায়মন্ডস অব দ্য নাইট’ (১৯৬৪), বিকাল ৪টায় সেনেগালের পুলান সুমানু ভিয়েরার ‘ল্যাম্ব’ (১৯৬৩), বিকাল সাড়ে ৪টায় সেনেগালের জিবরিল দিওপ মামবেতির ‘হায়েনাস’ (১৯৯২)।

সাগরপাড়ের ছবি
কান সৈকতে ‘সিনেমা ডি লা প্লাজ’ বিভাগে রাত সাড়ে ৯টায় দেখানো হয় মিসরের ইউসুফ শাহিনের ‘ডেস্টিনি’ (১৯৯৭)।

প্যারালাল সেকশন
কান উৎসবের দুই প্যারালাল সেকশন ক্রিটিকস উইক ও ডিরেক্টরস ফোর্টনাইটে রবিবারও দেখানো হয় বেশ কয়েকটি ছবি। এছাড়া প্রতিদিনের মতো মুক্ত ছবি ও এর পরিবেশনার সংগঠন এসিডের আয়োজন তো ছিলই। ‘ল্যাজারো ফেলিস’

/জেএইচ/এম/
সম্পর্কিত
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!