X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৬ মে ২০১৮, ০০:৩৮আপডেট : ১৬ মে ২০১৮, ১৪:১৪

সংবাদ সম্মেলনে স্পাইক লি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জেগে ওঠার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পরিচালক স্পাইক লি। কান উৎসবের অষ্টম দিনে মঙ্গলবার (১৫ মে) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বারবার ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি।

কান উৎসবের ৭১তম আসরে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবিটি নিয়ে এসেছেন ৬১ বছর বয়সী এই নির্মাতা। এক কৃষ্ণাঙ্গ গোয়েন্দা পুলিশের সত্যি গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। মূল প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার সুবাদে ছবিটি আছে স্বর্ণ পামের দৌড়ে।
গত বছরের আগস্টে ভার্জিনিয়ার শার্লটসভিল শহরে কট্টর শ্বেতাঙ্গ ও বর্ণবাদবিরোধীদের মধ্যকার দাঙ্গায় এক নারী নিহতের ঘটনায় নিন্দা না জানিয়ে ট্রাম্প ভুল করেছেন বলে মনে করেন স্পাইক লি। তার ভাষ্য, ‘আমার আশা, এই ছবি মানুষের ঘুম ভাঙাবে। আমাদেরকে নীরব থাকলে চলবে না। জেগে উঠতেই হবে।’

যদিও ট্রাম্পের নাম উচ্চারণ করেননি স্পাইক লি। তার মন্তব্য- বিদ্বেষ নয়, শার্লটসভিল শহরের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও ভালোবাসা নিয়ে আলোচনার সুযোগ ছিল মার্কিন প্রেসিডেন্টের। তবে ট্রাম্প তার বক্তব্যে উভয় পক্ষকে এমন সহিংসতার জন্য দায়ী করেন। তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে স্পাইক লি বলেছেন, ‘আমরা চাই, রাজনৈতিক নেতারা আমাদের যথাযথ নির্দেশনা দেবেন ও নৈতিক সিদ্ধান্ত নেবেন।’

সংবাদ সম্মেলনে জন ডেভিড ওয়াশিংটন সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবিতে দেখা যায়, কলোরাডো স্প্রিংসের এক কৃষ্ণাঙ্গ গোয়েন্দা পুলিশ কু ক্লাক্স ক্ল্যানের সদস্য হতে স্থানীয়দের রাজি করায়। তার পক্ষে বৈঠক করেন শ্বেতাঙ্গ সহকর্মী। ইহুদী হওয়া সত্ত্বেও তাকে সংগঠনটিতে স্বাগত জানানো হয়।
শার্লটসভিল শহরের দাঙ্গার এক বছর পূর্ণ হওয়ার সময় ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ মুক্তি দিতে চান স্পাইক লি। তিনি মনে করেন, এই ঘটনা তার দেশের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। ছবিটিতে বর্ণবাদ নিয়ে বেশকিছু শব্দের পুনরাবৃত্তি রয়েছে। স্পাইক লি’র কথায়, ‘শব্দগুলো নোংরা ও ক্ষতিকর মনে হতে পারে, কিন্তু ক্ল্যান সদস্যরা এভাবেই কথা বলতো। কালো ও ইহুদিদের মোটেও বিনয় দেখাতো না। আমি ঘৃণিত মানসিকতাকে বাস্তবসম্মতভাবে দেখাতে চেয়েছি।’
ছবিটিতে কৃষ্ণাঙ্গ গোয়েন্দা পুলিশ রন স্ট্যালওর্থ চরিত্রে অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী জন ডেভিড ওয়াশিংটন। তার বাবা ডেনজেল ওয়াশিংটন ‘ম্যালকম এক্স’সহ স্পাইক লি’র বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।
পালে দো ফেস্টিভ্যাল ভবনের তৃতীয় তলায় মঙ্গলবার এই সংবাদ সম্মেলনে তার পাশাপাশি স্পাইক লি’র দু’পাশে ছিলেন ছবিটির অন্য দুই অভিনেতা অ্যাডাম ড্রাইভার ও ট্রপার গ্রেস এবং অভিনেত্রী লরা হ্যারিয়ার। সংবাদ সম্মেলনে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির পরিচালক স্পাইক লি ও অভিনেতা-অভিনেত্রীরা

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
কান উৎসব ২০২৪জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
৭৭তম কান মাতাবে ‘ফিউরিওসা’
৭৭তম কান মাতাবে ‘ফিউরিওসা’
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার