X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুলিশ চরিত্রে নিরব, বার ড্যান্সার জলি

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০১৮, ০০:২৯আপডেট : ১৭ মে ২০১৮, ১৫:৩৮

মহরতে জলি ও নিরব এবারই প্রথম জুটি বাঁধছেন নিরব-জলি। যেখানে একজনকে দেখা যাবে পুলিশের চরিত্রে আর অন্যজন সাজবেন বার ড্যান্সার। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবির নাম ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘অফিসার রিটার্নস’।

তবে নাম দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কারণ, এই নামে (অফিসার) কোনও ছবি বাংলাদেশে আর নির্মিত হয়নি এবং এটি (অফিসার রিটার্নস) কোনও ছবির সিক্যুয়ালও নয়। পরিচালকের দাবি, এটি খাঁটি মৌলিক গল্পের নতুন ছবি।
শেষ সন্ধ্যায় (১৬ মে) বিএফডিসিতে হয়ে গেল ‘অফিসার রিটার্নস’-এর মহরত অনুষ্ঠান। এতে নিরব, জলি, বন্ধন বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক নেতা খোরশেদ আলম খশরু, অভিনেতা শিমুল খানসহ অনেকেই।
মহরত অনুষ্ঠানে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। এ ছবির মূল চমক হিসেবে থাকবে নিরব ও জলির অন্যরকম লুক। ছবিটি নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী।’
নিরব বলেন, ‘প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করছি। নিজেকে সেভাবে প্রস্তুত করে তুলছি। আশা করছি চরিত্রটা ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারব।’
কেক কেটে মহরত ছবির নায়িকা জলি বলেন, ‘এ ছবিতে আমাকে একজন বার ড্যান্সার হিসেবে দেখা যাবে। একদিকে পুলিশের লোকজন আমাকে তাদের দলের হয়ে গুপ্তচরবৃত্তি করতে বলবে, অপরদিকে সন্ত্রাসীরাও চাইবে আমি যেন পুলিশের দলে মিশে তাদের কাছে তথ্য পাচার করি। কিন্তু আমি আসলে কার হয়ে কাজ করবো এটাই হচ্ছে এই ছবির মূল টার্নিং পয়েন্ট। ফলে বুঝতেই পারছেন এ ছবিতে আমার চরিত্রের গুরুত্ব কতটুকু।’
এফএনএফ ফিল্মস প্রযোজিত এ ছবির শুটিং শুরু হবে ঈদের পর থেকে। ঢাকা ও পার্বত্য অঞ্চলে এ ছবির দৃশ্য ধারণ করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পরিচালক।

/এসএস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়