X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শান্তির বার্তা ছড়িয়ে দিতে কানে বিবি রাসেলের স্থিরচিত্র

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৭ মে ২০১৮, ১০:৫৯আপডেট : ১৭ মে ২০১৮, ১৫:১৯



শান্তির বার্তা ছড়িয়ে দিতে কানে বিবি রাসেলের স্থিরচিত্র কানের ঐতিহ্যবাহী লে শুকের উঁচু জায়গা পালে দো লা ক্যাস্তরের ঠিক সামনে হঠাৎ বিবি রাসেলের সঙ্গে দেখা! চোখ বুজে আছেন তিনি। দু’হাত জোড় করে সামনে তুলে ধরেছেন। এটি তার একটি স্থিরচিত্র। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনারের বড় একটি ছবি এখানে কেন? কৌতূহল জন্মালো।

শুধু বিবি রাসেল নন, তার মতো বিখ্যাত আরও বেশ কয়েকজনের সাদাকালো পোর্ট্রেট টানানো হয়েছে সেখানে। তাদের মধ্যে চেনা গেলো হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন ও অভিনেতা ফরেস্ট হুইটেকারকে। মহতি উদ্যোগের অংশ হিসেবে এই মানুষগুলোর স্থিরচিত্র রাখা হয়েছে সেখানে।
শান্তির বার্তা ছড়িয়ে দিতে কানে বিবি রাসেলের স্থিরচিত্র ‘হ্যান্ডস ফর পিস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলছিল সেখানে। আয়োজকরা বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিন শান্তির পক্ষে কাজ করা বিখ্যাত মানুষদের পোর্ট্রেট নিয়েই এই প্রদর্শনী। সবই তুলেছেন ফরাসি আলোকচিত্রী সেভেরিন দেমারে। তাকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে ইউনেস্কো।
বিবি রাসেলের ছবির নিচে পরিচিতিতে লেখা, ‘পোশাকে সৃজনশীলতার নৈপুণ্যে বাংলাদেশি ঐতিহ্য সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে লড়াই করে চলেছেন বিবি রাসেল। তার এই মডেল ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ইউরোপ ও আফ্রিকায় ধারণ করা হয়েছে।’
শান্তির বার্তা ছড়িয়ে দিতে কানে বিবি রাসেলের স্থিরচিত্র অন্যান্যবার কান চলচ্চিত্র উৎসবের দশম দিনে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ করেছিলেন মেয়র। তবে লাঞ্চ করতে এসে তারা যেন এই বার্তা পেয়ে যান সেজন্য একদিন আগেই উৎসবের নবম দিনে অনুষ্ঠানটি হয়েছে।
২০১৭ সালের ৮ ডিসেম্বর জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে ‌‌৯৩টি দেশ সর্বসম্মতিক্রমে ঘোষণা করে, ১৬ মে প্রথম ‘ইন্টারন্যাশনাল ডে অব লিভিং টুগেদার ইন পিস’ অনুষ্ঠিত হবে। এর কয়েক সপ্তাহ আগে ইউনেস্কো একই দিনকে ‘ইন্টারন্যাশনাল ডে অব লাইট’ ঘোষণা করে।
এই প্রদর্শনীর লিফলেটে উল্লেখ করা হয়েছে, ‘লাইট অ্যান্ড সোসাইটি’ থিম নিয়ে মেয়র ডেভিড লিসনার্ড ও ‘লিভিং টুগেদার ইন কান’ অ্যাসোসিয়েশন কানকে শান্তিতে একসঙ্গে বসবাসের আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। শান্তির বার্তা ছড়িয়ে দিতে কানে বিবি রাসেলের স্থিরচিত্র

/জেএইচ/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
চলে গেলেন অভিনেতা রুমি
চলে গেলেন অভিনেতা রুমি