X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘হৃদয়ের রংধনু’র জন্য আবারও কমিটি!

ওয়ালিউল বিশ্বাস
২৫ মে ২০১৮, ১৭:৪২আপডেট : ২৫ মে ২০১৮, ১৮:২১

‘হৃদয়ে রংধনু’ একটি দৃশ্য (বামে), নির্মাতা-প্রযোজক রাাজিবুল হোসেন (ডানে) দেশের পর্যটনশিল্প নিয়ে চলচ্চিত্র ‌‘হৃদয়ের রংধনু’ নিয়ে আবারও প্রিভিউ কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এ কমিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।
ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রায় ২ বছর পূর্ণ হলেও ছাড়পত্র মেলেনি। আর এ কারণে গত ২৩ এপ্রিল ছবিটি আটকে না রেখে এটির সিদ্ধান্ত জানাতে সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশনা দেওয়া হয়।
একই অনুলিপি পাঠানো হয়েছিল তথ্য মন্ত্রণালয় ও পর্যটন করপোরেশনেও। এর প্রেক্ষিতে ছবিটি নিয়ে নতুন করে আবারও কমিটি গঠন করা হলো।
জানা যায়, তথ্য মন্ত্রণালয় ছবিটি নিয়ে হাইকোর্টের জবাব দিয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান। তিনি বলেন, ‌‘‘এটা তো আমরা জবাব দেব না। মন্ত্রণালয় দিয়েছে। আর ছবিটি নিয়ে সিভিল অ্যাভিয়েশনে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। তারা ছবিটি দেখে যদি ‘হ্যাঁ’ বলেন, তাহলে আমাদের ছেড়ে দিতে কোনও সমস্যা নেই। বিষয়টি এখন তাদের ওপর নির্ভর করছে।’’
বিষয়টি নিয়ে ‘হৃদয়ের রংধনু’ ছবির পরিচালক রাজিবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশ অবাক হন। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবারও নতুন কমিটি! আবার তারা ছবিটি দেখবেন! এর আগে বহু কমিটি ও প্রিভিউ হয়েছে। কিন্তু ছবিটি নিয়ে তারা কোনও সিদ্ধান্ত দিতে পারেননি। আর আদালতের কাছে সেন্সর বা মন্ত্রণালয়ের কোনও জবাব গেছে কিনা তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।’
এদিকে নতুন কমিটি গঠনের পর তাহলে ছবিটি নিয়ে আশাবাদের সুযোগ থাকছে কিনা- এমনটা জানতে চাইলে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষ তো আশাতেই বেঁচে থাকে। অবশ্যই আশাবাদের বিষয় থাকছে। আমরা নতুন কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করছি।’
ছবিটি নিয়ে এর আগে পরিচালক সেন্সর বোর্ড বরাবর উকিল নোটিশ পাঠান। তার জবাব না মেলাতে গত ১১ এপ্রিল উচ্চ আদালতে রিট আবেদন করেন তারা। এর প্রেক্ষিতেই ছবিটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট।
এদিকে ছবিটি নিয়ে ২৪ মে দুপুরে সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মুশফিকুর রহমান গুলজার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেন্সর বোর্ডের প্রিভিউতে আমরা ছবিটি দেখেছি। আমরা ছবিটির জন্য ইতিবাচক মন্তব্য লিখে জমা দিয়েছি। এখন বাকিটা চলচ্চিত্র বোর্ডের উপর নির্ভর করছে।’
২০১৬ সালের ২৮ নভেম্বর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রথম দেখেন। এর ৯ মাস পর গত বছরের ২৯ আগস্ট পর্যটনশিল্পের জন্য ছবিটি হুমকি উল্লেখ করে আটটি সংশোধনী দিয়ে প্রযোজক-পরিচালক বরাবর চিঠি দেয় সেন্সর বোর্ড।


এ ব্যাপারে পরিচালক তখন বলেছিলেন, ‘আটটি অভিযোগের মধ্যে দু-একটি অভিযোগসংক্রান্ত দৃশ্য বা বিষয় ছবিতেই নেই। বাকি অভিযোগগুলো সংশোধন করে ব্যাখ্যাসহ ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর পুনরায় সেন্সর বোর্ডে ছবিটি জমা দিই। এরপর ১০ অক্টোবর ছবিটির আবার প্রিভিউ হয়। তারপর আর বিশেষ কোনও অগ্রগতি নেই।’
‘হৃদয়ের রংধনু’ ছবিতে দেশি-বিদেশি শিল্পীরা অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ। ২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ছবিটি দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…