X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ইত্যাদিতে চার অভিনেতার তর্কযুদ্ধ

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০১৮, ১৮:২৭আপডেট : ২৭ মে ২০১৮, ১৮:৩৩

সাজু খাদেম, মীর সাব্বির, শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয় ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবছরই বিটিভির অনুষ্ঠানসূচিতে থাকে ‘ইত্যাদি’। এবার তার ব্যতিক্রম হয়নি।
এবারও এ ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে একটি ভিন্ন কিছু পর্ব। যার অন্যতম হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী একটি আলোচনা পর্ব। অর্থাৎ যে আলোচনায় কোনও উত্তেজনা নেই, আছে কথার ছন্দ-তর্ক। এতে অংশগ্রহণ করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। শুধু তাই নয়, এই প্রথমবারের মতো এইসব তারকাদের বাদ্যের তালে ছন্দে-ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা।
গণমাধ্যমের চারটি বিশেষ অঙ্গনের একাল-সেকালের চিত্র তুলে ধরেছেন এই তারকারা।

প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় ভিন্ন স্বাদ পেয়েছেন। বাড়ির দর্শকরাও এই ব্যতিক্রমী পরিবেশনাটি যথেষ্ট উপভোগ করবেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। পৃষ্ঠপোষকতায় থাকছে কেয়া কসমেটিকস লিমিটেড। হানিফ সংকেতের সঙ্গে চার অভিনেতা

বিশেষ এ ইত্যাদি ঈদের পরদিন বিটিভিতে প্রচার হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক