X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই বোনের কণ্ঠে ‘ও মন রমজানের ঐ’

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৫:৫৭আপডেট : ০৪ জুন ২০১৮, ২০:২৯

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’—রোজার ঈদকে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই গানটি এবার নতুনভাবে পাওয়া যাবে। আর এটি নতুন করে কণ্ঠে তুলেছেন সংগীতাঙ্গনের নন্দিত দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।
রেকর্ডিংয়ে সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন তিনি।
জানা যায়, ৩ জুন রাতে টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি গাওয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বললেন, ‘এটা ঈদ উৎসবের একমাত্র গান। চাঁদরাতে যে গানটি আমাদের সবার মুখে মুখে ঘোরে। অনেক আনন্দের একটি গান। সে গানটি নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’
এদিকে গানটির রেকর্ডিংয়ে দুই বোনের মজার অভিজ্ঞতা প্রসঙ্গে ফাহমিদা নবী বললেন, ‘‘সুমা (সামিনা) আর আমি কারণে-অকারণে খুবই হাসতাম। এটা হয়েছিল একসাথে ‘চিকি-চিতা’ গানটি গাইবার সময়। গতকালও একই ঘটনা ঘটলো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটির রেকর্ডিংয়ে। হাসির মধ্যদিয়ে কঠিন কাজটা চমৎকারভাবে করিয়ে নিতে ইবরার টিপু ভুল করেনি।’’
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। ঈদের দিন রাতে এটি প্রচার হবে।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)