X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নচিকেতার চলচ্চিত্রে অপু বিশ্বাস!

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৬:১০আপডেট : ০৫ জুন ২০১৮, ০০:০৮

নচিতো ও অপু ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে এবার চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর নাম ‘শর্টকাট’। কলকাতার এ ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের অপু বিশ্বাস।
চলচ্চিত্রটি নিয়ে কলকাতার একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
আজ (৪ জুন) থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখান থেকে মুঠোফোনে অপু জানান, ছবিটিতে তার চরিত্রের নাম ‘নূরজাহান’।
এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক সুবীর মণ্ডল। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্মাণ করছেন তিনি।
ছবিটিতে অপু ছাড়াও অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন প্রমুখ।
গল্পের পাশাপাশি ছবিটির সংগীত পরিচালক হিসেবেও থাকছেন নচিকেতা।
কলকাতার সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ‘শর্টকাট’ গল্পটি নেওয়া হচ্ছে নচিকেতা চক্রবর্তী লেখা গল্পের বই থেকে। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থসামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’।
নিজের লেখা গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে, তা নিয়ে দারুণ খুশি নচিকেতা। তিনি বলেন, ‘সিনেমায় যে যে উপাদান থাকা প্রয়োজন, তার সবই আছে এই গল্পে। ছোট গল্প। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়ে-পিটে নিতে। সুবীর কত ভালো ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভালো। তাই গল্পটা ওকেই দিলাম।’

/এমআই/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল