X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুই বন্ধুকে নিয়ে পূর্ণিমার ‘পোট্রেট’

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০১৮, ১৯:৫৩আপডেট : ১৩ জুন ২০১৮, ১২:১৬

শুটিংয়ে নিরব, পূর্ণিমা ও ইমন এর আগে চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ইমন। নায়ক নিরবের সঙ্গেও পূর্ণিমার ‘রাজা সূর্য খাঁ’ ছবিটি সে সময় বেশ আলোচিত হয়েছিল।
তবে এবারই দুই বন্ধু ইমন-নিরবের সঙ্গে টেলিফিল্মে একই ফ্রেমে দেখা যাবে পূর্ণিমাকে। টেলিফিল্মের নাম ‘পোট্রেট’। রুম্মান রশীদ খানের লেখায় এটি পরিচালনা করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল। প্রযোজনা করেছে এসএস মাল্টিমিডিয়া।
এই টেলিফিল্মে নিরব ও পূর্ণিমা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সবাই তাদের আদর্শ দম্পতি হিসেবেই জানেন। এই সরলরেখা হঠাৎ বাঁকা পথে রূপ নেয়, যখন তাদের জীবনে ইমনের আগমন হয়। ইমন নিরবের স্কুলের ঘনিষ্ঠ বন্ধু। ইমনকে নিয়ে নিরব একটু বাড়াবাড়ি রকমেরই ভালোবাসা দেখায়। বিরক্ত হয় পূর্ণিমা। একসময় তাদের সহজ-সরল জীবন অজান্তেই জটিল আকার ধারণ করে।
‘পোট্রেট’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘‘বিশেষ দিনে ভালো পাণ্ডুলিপি পেলে কাজ করি। নাট্যকার রুম্মান রশীদ খানের বেশ কয়েকটি গল্পের মধ্য থেকে আমি নিজেই ‘পোট্রেট’-এর গল্প পছন্দ করি। কারণ, এ ধরনের গল্পে এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি। ভীষণ ভালো লেগেছে কাজটি করে।’
ইমন বলেন, ‘পূর্ণিমার সঙ্গে কাজ করাটা বরাবরই আশীর্বাদ। তার মতো সহশিল্পী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে এই টেলিফিল্মটি বরাবরই আমার কাছে বিশেষ হয়ে থাকবে। কারণ, এতে আমার ও নিরবের চরিত্রের নামকরণ করা হয়েছে ব্যক্তিজীবনে আমার ছেলেদের নামানুসারে (শায়ান ও সামিন)।’
অন্যদিকে নিরব বলেন, ‘আমি সাধারণত ছোট পর্দায় অভিনয় করতে চাই না। বিশেষ করে বন্ধু ইমনের সঙ্গে কাজ করতে গেলে দুজনই আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করি। সমান্তরাল চরিত্র খুঁজি, যা সচরাচর পাই না। যেটা এবার পেয়েছি।’

টেলিফিল্মটি আসছে ঈদের ৫ম দিন, দুপুর আড়াইটায় এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।

/এস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!