X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাগরিকের পর্দায় সরাসরি বিশ্বকাপ ফুটবল

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৭:৩৯আপডেট : ১৪ জুন ২০১৮, ১৪:০৭

নাগরিকের পর্দায় সরাসরি বিশ্বকাপ ফুটবল ১৪ জুন থেকে রাশিয়ায় উঠছে বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর পর্দা। এই মহোৎসবের অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে নাগরিক টিভি।
এবারের উৎসবে মোট খেলা হবে ৬৪টি। এরমধ্যে নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ৫৬টি খেলা। বাকি খেলাগুলো সম্প্রচার করা হবে ধারণ করে। এর বাইরে ফিফা থেকে প্রাপ্ত খেলোয়াড়দের এবং বিভিন্ন খেলার নিয়মিত আপডেট থাকবে নাগরিকের অন্যান্য আয়োজনে।
সরাসরি খেলা তো থাকছেই, এর পাশাপাশি প্রতিটি ম্যাচ শুরুর আগে নাগরিক-এর পর্দায় থাকছে সেলিব্রেটিদের অংশগ্রহণে বিশেষ সরাসরি অনুষ্ঠান ‘ফুটবল: পা-গোল’। মারিয়া নূরের উপস্থাপনায় এই অনুষ্ঠানে শুরুর দিন থেকেই শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা অংশ নেবেন।
‘ফুটবল: পা-গোল’ অনুষ্ঠানের চুক্তিস্বাক্ষরের সময় ‘নাগরিক’ কর্তাদের সঙ্গে মারিয়া মারিয়া নূর বললেন, ‘অনুষ্ঠানটিতে দর্শক, সেলেব্রিটিসহ বিভিন্ন অঙ্গনের মানুষরা উপস্থিত থাকবেন। এছাড়া ফুটবলের মজার মজার ঘটনাসহ বেশ কিছু চমক থাকছে। অনুষ্ঠানটিতে দর্শকদের জন্য কুইজে অংশগ্রহণের সুযোগ রয়েছে। কুইজ জিতলেই তারা পাবেন আকর্ষণীয় পুরস্কার। আশা করছি এবারের ফুটবল উৎসবে দর্শকদের মনে নতুন রং ছড়াবে এই অনুষ্ঠানটি।’
এছাড়া প্রতিটি খেলা শেষে নাগরিক-এ থাকছে ‘ফাটাফাটি বিশ্বকাপ’ শিরোনামে আরও একটি সরাসরি অনুষ্ঠান।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!