X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
ঈদ আয়োজন

নাটক-টেলিছবিতে প্রথম দিন

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০১৮, ০০:০৩আপডেট : ১৬ জুন ২০১৮, ১২:৫৮

ঈদের প্রথম দিনের শিল্পীরা ঈদ মানেই ছোট পর্দায় নাটক-টেলিছবিতে বিশেষ আয়োজন। এবারও প্রতিটি চ্যানেল তাদের অনুষ্ঠানসূচিতে প্রাধান্য দিয়েছে এগুলো। সেখান থেকে ঈদের প্রথমদিনের বিশেষ কিছু হাইলাইটস থাকছে-

বিটিভি
রাত ৯টায় নাটক- এলার্জির বিবিধ কারণ। রচনা ও পরিচালনা আজাদ আবুল কালাম। অভিনয়ে-- মামুনুর রশীদ, সানজিদা প্রীতি, তমালিকা কর্মকার।

এটিএন বাংলা

সকাল ৮টায় টেলিছবি- পত্রমিতালি। রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সালাহউদ্দিন লাভলু।

রাত ৮টা ৩০ মিনিটে নাটক- বিশ্বাসের নিঃশ্বাস নাই-এর দৃশ্য । রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে- আবুল হায়াত, আনিসুর রহমান মিলন।

রাত ১১টা ৩০ মিনিটে টেলিছবি- মহাব্বত বেপারী ওয়ারেন্টি গ্যারান্টি। পরিচালনা সাজ্জাদ হোসেন দোদুল। 

চ্যানেল আই
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক- ভবঘুরে। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে- মিম মানতাশা ও তাহসান, আবুল হায়াত, দিলারা জামান।

রাত ৯টা ৩৫ মিনিটে নাটক- ফেসবুকে বিবাহ। রচনা কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে- নিলয়, মৌসুমী হামিদ, তমালিকা। 

এনটিভি
সকাল ৯টায় নাটক- কবির জন্য পাত্রী খোঁজা হচ্ছে। রচনা ফাহিম ইবনে সারোয়ার, পরিচালনা দীপংকর দীপন। অভিনয়ে- বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের।

দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- বুকের ভিতর নূপুর বাজে। রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে- মম, নিলয়।

রাত ৮টা ৫ মিনিটে নাটক- জোড়া সাঁকো। রচনা ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে- তানজিন তিশা, নিলয়, ইন্তেখাব দিনার।

রাত ১১টা ১০ মিনিটে নাটক- নীল ফড়িংয়ের গল্প। রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে- অপূর্ব, মিথিলা। 

আরটিভি

নাটক- মাছের দেশের মানুষ। রাত ৮টা ৩৫ মিনিটে রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে- মোশাররফ করিম, তিশা। 

বাংলাভিশন
দুপুর ২টা ১০ মিনিটে টেলিছবি- তোমাকেই খুঁজছি। রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে- সজল, অহনা, তাজিন আহমেদ।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে  স্বল্প বিরতির নাটক- ছাত্র। রচনা ও পরিচালনা মাবরুর রশিদ বান্না। অভিনয়ে- তৌসিফ মাহবুব, তানজিন তিশা।

রাত ৯টা ৫ মিনিটে স্বল্প বিরতির নাটক- ব্যাক টু ব্যাচেলর। রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা আইফুর জাহান আশিক। অভিনয়ে- জাহিদ হাসান, নাদিয়া আহমেদ।

রাত ১১টা ৫৫ মিনিটে নাটক- খোঁজ। রচনা বিপাশা হায়াত, পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে- তারিন, তৌকীর আহমেদ। 

বৈশাখী টেলিভিশন
রাত ৮টা ১০ মিনিটে নাটক- মেইড ইন ফরেন ২। রচনা ও পরিচালনা সিদ্দিকুর রহমান। অভিনয়ে- সিদ্দিকুর রহমান, আ খ ম হাসান। 

দেশ টিভি
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক- লাইলী মজনুর ঈদ। রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে- নাসিম, মৌসুমী হামিদ।

রাত ৮টা ৪৫ মিনিটে নাটক- শ্রাবণে বৃষ্টির ঘনঘটা। রচনা সজল আহমেদ, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে- অপূর্ব, মম। 

চ্যানেল নাইন
বিকাল ৪টায় টেলিছবি- মিল্লাত মিয়ার বিয়ে। পরিচালনা মঞ্জুরুল আহসান মিলন। অভিনয়ে- সালাহউদ্দিন লাভলু।

রাত ৮টা ৪৫ মিনিটে নাটক- গোল্লাছুট। রচনা ও পরিচালনা শুভ্র খান। অভিনয়ে- নিলয়, সাবিলা নূর। 

জিটিভি
রাত ১১টা ৫০ মিনিটে টেলিছবি- হেভি মেটাল বউ। পরিচালনা নিয়াজ কামরান কবির। অভিনয়ে- শবনম ফারিয়া, অ্যালেন শুভ্র, রণ মজুমদার। 

এসএ টিভি
দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- ১৮ কিলোর সাইকেল। পরিচালনা রাসেল আজম। অভিনয়ে- শ্যামল মওলা, অর্ষা।

রাত ৮টা ৫০ মিনিটে নাটক- কাগজের প্লেন। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে- জোভান, সাফা কবির। 

ঘামবাবু- নাটকের দৃশ্য
দীপ্ত টিভি

বিকাল ৫টা ৩০ মিনিটে নাটক- মি. অ্যান্ড মিসেস লিয়াকত। অভিনয়ে- জাহিদ হাসান, ভাবনা।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক- জ্বিনের বাদশাহ। পরিচালনা ফিরোজ কবির। অভিনয়ে- আনিসুর রহমান মিলন, ইশানা খান।

রাত ১১টা য় নাটক- থ্রি স্টুপিড। পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে- মীর সাব্বির, অহনা।

রাত ১২টায় নাটক- বউ ফেরত চাই। অভিনয়ে- মেহজাবীন চৌধুরী, জন কবির।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী