X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ঈদ আয়োজন

নাটক-টেলিছবিতে তৃতীয় দিন

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ০০:০২আপডেট : ১৮ জুন ২০১৮, ১৩:২২

তৃতীয় দিনের শিল্পীরা ঈদ মানেই ছোট পর্দায় নাটক-টেলিছবিতে বিশেষ আয়োজন। এবারও প্রতিটি চ্যানেল তাদের অনুষ্ঠানসূচিতে প্রাধান্য দিয়েছে এগুলো। সেখান থেকে ঈদের তৃতীয় দিনের বিশেষ কিছু হাইলাইটস থাকছে-

বিটিভি
রাত ৮টা ৩০ মিনিটে নাটক- রাজকন্যা। রচনা ও পরিচালনা আব্দুল আউয়াল চৌধুরী। অভিনয়ে- রামিজ রাজু, এ্যানি খান, আফজাল শরীফ, ফারুক আহমেদ।   

এটিএন বাংলা রমজান ভাই পাবলিক ফিগার

সকাল ৮টা ৩০ মিনিটে নাটক- রোমিও জুলিয়েট। রচনা সারওয়ার রেজা জিমি, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে- আরফান নিশো, তিশা।

রাত ৮টা ৩০ মিনিটে নাটক- রমজান ভাই পাবলিক ফিগার। রচনা আপেল মাহমুদ, পরিচালনা শেখ সেলিম। অভিনয়ে- জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি।

রাত ১১টা ৩০ মিনিটে টেলিছবি- ফুটবল প্রেম। রচনা ও পরিচালনা এস এ হক অলিক। অভিনয়ে- অপূর্ব, এভ্রিল, চৈতী।

চ্যানেল আই

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক- বাবার জুতা। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনা তানিয়া আহমেদ। অভিনয়ে- শহীদুজ্জামান সেলিম, সাফা কবির।

রাত ৯টা ৩৫ মিনিটে নাটক- ডালিম কুমার। রচনা ও পরিচালনা মাহমুদ দিদার। অভিনয়ে- আফরান নিশো, সাবিলা নূর।

একুশে টেলিভিশন
রাত ৮টায় নাটক- বউ আমার। রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে- মোশাররফ করিম, অপর্ণা ঘোষ।

এনটিভি

সকাল ৯টায় নাটক- হ্যালো। রচনা ও পরিচালনা রেদওয়ান রনি। অভিনয়ে- মোশাররফ করিম, সুমাইয়া শিমু।

দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- সব মিথ্যে সত্য নয়। রচনা ও পরিচালনা শাফায়েত মনসুর রানা। অভিনয়ে- জন কবির, অপর্ণা ঘোষ, দিলারা জামান।

রাত ৮টা ৫ মিনিটে নাটক- আমন্ত্রণ। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে- সজল নূর, ভাবনা।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ টেলিছবি- গুলনেহার। মিনিটে রচনা আশনা হাবিব ভাবনা, পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে- ভাবনা, রওনক হাসান।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে স্বল্প বিরতির নাটক- নীল গ্রহ। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে- মাহফুজ আহমেদ, অপি করিম।

রাত ৯টা ৫ মিনিটে স্বল্প বিরতির নাটক- তোমাকে চাই। রচনা মেহরাব জাহিদ, পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে- মোশাররফ করিম, আবুল হায়াত, অপর্ণা।
রাত ১১টা ৫৫ মিনিটে নাটক- একদিন চোর ধরা পড়বেই। রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে- সালাহউদ্দিন লাভলু, জেনি।

বৈশাখী

রাত ৮টা ১০ মিনিটে নাটক- বিয়া হইতে সাবধান। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা লিটু সোলায়মান। অভিনয়ে- আমিরুল হক চৌধুরী, আল মনসুর।

দেশ টিভি

সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক- তারামনের অভিপ্রয়াণ। রচনা দয়াল সাহা, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে- তিশা, নাঈম।

রাত ৮টা ৪৫ মিনিটে নাটক- বিশু পাগলা গাছের আগায়। রচনা ও পরিচালনা ইমেল হক। অভিনয়ে- মিশু সাব্বির, অপর্ণা ঘোষ।

আরটিভি

রাত ৮টা ৩৫ মিনিটে নাটক- যমজ ৯।  রচনা অনিমেষ আইচ, পরিচালনা আজাদ কালাম। অভিনয়ে- মোশাররফ করিম। 

চ্যানেল নাইন

বিকাল ৪টায় টেলিছবি- পিছুটান। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে- তৌসিফ, জোভান, সাবিলা নূর।

রাত ৮টা ৪৫ মিনিটে নাটক- নিঃশ্বাসের ভাব বিনিময়। রচনা জিয়া উদ্দিন, পরিচালনা হাবীব শাকিল। অভিনয়ে- আফরান নিশো, মেহজাবীন প্রমুখ।

জিটিভি

রাত ১১টা ৫০ মিনিটে টেলিছবি- হ্যালো ৯৯১—লাভ ইমার্জেন্সি। পরিচালনা মোস্তফা কামাল রাজ। অভিনয়ে- পূর্ণিমা, ইরফান সাজ্জাদ প্রমুখ।

এসএ টিভি

দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- আঁচড়। পরিচালনা ইমেল হক। অভিনয়ে- পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি। রাত ৮টা ৫০ মিনিটে নাটক- লাভার ইন ম্যানডেল।  পরিচালনা আশফাক নিপুণ। অভিনয়ে- মেহজাবীন, আফরান নিশো।

দীপ্ত টিভি ইংলিশ টিচার

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নাটক- টকিং মেশিন। অভিনয়ে- ইরফান সাজ্জাদ, সাবিলা নূর।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক- ইংলিশ টিচার। পরিচালনা রাজু খান। অভিনয়ে- শ্যামল মাওলা, আরফান আহমেদ।

রাত ১১টায় নাটক- ভিলেজ কাপ। রচনা ও পরিচালনা ইফতেখার শুভ। অভিনয়ে- ফারুক আহমেদ, আ খ ম হাসান।

রাত ১২টায় নাটক- পাওয়ারফুল। অভিনয়ে- মোশাররফ করিম, শামীম জামান।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!