X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈদ আয়োজন

শাকিবের হ্যাটট্রিক, সঙ্গে সিয়াম-পূজা

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০১৮, ১৩:০৩আপডেট : ১৬ জুন ২০১৮, ১৫:৪১

শাকিব-বুবলী ও পূজা-সিয়াম জুটি ঈদ উৎসবে দেশের দর্শকদের বাড়তি আগ্রহ থাকে বড় পর্দার দিকে। তাই সেভাবেই সাজছে প্রেক্ষাগৃহগুলো। এবার ঈদে ৫টি ছবি মুক্তি পেল। আর এতে বরাবরের মতোই দাপট দেখাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। তার তিনটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো- ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‌‘সুপার হিরো’ ও ‘পাঙ্কু জামাই’। এছাড়া দেশের পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরীর। তাদের ছবির নাম ‌‘পোড়ামন ২’। অন্যদিকে ছোট পরিসরে মুক্তি পাবে তৌকীর আহমেদ-মোশাররফ করিম অভিনীত ছবি ‘কমলা রকেট’। দেখে নেওয়া যাক ছবিগুলোর বর্তমান অবস্থা-

সুপার হিরো:
৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল আশিকুর রহমান পরিচালিত এ ছবি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এর বেশিরভাগ কাজ হয়েছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া:
উত্তম আকাশ পরিচালিত এ ছবিটি শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বুবলীকে। এটি ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বরদা মিঠু প্রমুখ।

পাঙ্কু জামাই:
আব্দুল মান্নান পরিচালিত এ ছবিতেও শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবিটির কাজ হয়েছে বছর তিনেক আগে। বেশ আগে শুটিং করা এ ছবিটি সব কাজ দেশেই হয়েছে। এটি ৪০টি প্রেক্ষাগৃহে এসেছে।

পোড়ামন ২:
এর মাধ্যমে দেশের পর্দায় আসছে নতুন জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। ২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর পরিচালিত ছবি ‘পোড়ামন’-এর সিক্যুয়েল এটি। নতুন ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া। এটি প্রথম হিট ছবি। এটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

কমলা রকেট:
দাপুটে অভিনেতা মোশাররফ করিম ও তৌকীর আহমেদ একসঙ্গে অভিনয় করেছেন ‘কমলা রকেট’-এ।
এতে তারা দুজন ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে আছেন সামিয়া সাঈদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, সেঁওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ। এটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। আর প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!