X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
ঈদ আয়োজন

চলতি সপ্তাহের দিকে তাকিয়ে হল মালিকরা

সুদীপ্ত সাইদ খান
১৭ জুন ২০১৮, ১৩:১৬আপডেট : ১৭ জুন ২০১৮, ১৫:০৩

পাঁচটি ছবির কোলাজ দেশের সিনেমা বাজার যে খুব একটা ভালো নয়; এটা এখনও ঈদ পার হলেই ঠাওর করা যায়। তারচেয়েও হাড়ে হাড়ে টের পান হলসংশ্লিষ্টরা! প্রায় মাসেই একাধিক ছবি মুক্তি পেলেও হল মালিকরা তেমন ব্যবসা করে উঠতে পারেন না।
বিশেষ করে সিনেমার নিম্নমান, হলের পরিবেশের কারণে দর্শকরা হলমুখী হন না। অপরদিকে বড় বাজেটের ভালো মানের ছবি বছরে খুব কমই মুক্তি পায়। এমন হাতেগোনা ছবি ব্যবসা সফল হলে হল মালিকরাও লাভবান হন। কিন্তু ঈদ বা বিশেষ দিবস ছাড়া বড় বাজেটের ছবি খুব কমই মুক্তি পায়। ফলে পুরো বছরই প্রায় লোকসান দিয়ে হল চালু রাখেন হল মালিকরা। তবে শেষ ভরসা- ঈদ উৎসব! একমাত্র ঈদের ছবি চালিয়েই তারা প্রায় পুরো বছরের লোকসান সামলে ফেলেন! তেমনটাই বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বেশকিছু হল মালিক।

বছরের সারাটা সময় ভালো মানের ১০টি ছবিও মুক্তি পায় না, জানিয়ে শ্যামলী সিনেমা হলের ম্যানেজার হাসান বলেন, ‘‘এবারের ঈদে আমরা ‘পোড়ামন-২’ ছবি চালাব। আশা করছি, ছবিটি ভালো চলবে। সিনেমার অবস্থা তো এখন তেমন ভালো না। সারাবছরে ভালো মানের ১০টি ছবিও মুক্তি পায় না।এই ছবিগুলো দিয়ে বড়জোর আমরা ২০ সপ্তাহ চালাতে পারি। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই বাজে ছবি চালাতে হয়। ফলে বছরেরজুড়ে ব্যবসা এভারেজ হয়, আবার কখনও কখনও লোকসানও গুনতে হয়। তবে ঈদ বা বিশেষ দিবসে ভালো মানের ছবি মুক্তি পেলে সেগুলো দিয়ে পুরো বছরের লোকসানটা পুষিয়ে নেওয়া যায়। একদিকে সিনেমার এ অবস্থা তার ভেতরে আবার চলছে সিনেমা নিয়ে রাজনীতি। ভবিষ্যতে কী যে হবে, বুঝতে পারছি না।'’
রাজধানীর অভিসার সিনেমা হলের ম্যানেজার আনোয়ার বলেন, 'সিনেমার ব্যবসা এখন আর আগের মতো নেই। পুরোটা সময় প্রায় লোকসান দিয়ে হল চালাতে হয়। আমরা মূলত অপেক্ষা করি ঈদের সিনেমার জন্য। বিশেষ করে শাকিব খানের বা কলকাতার যৌথ প্রযোজনার ছবি পেলে ভালো ব্যবসা হয়। এ কারণে আমাদের লক্ষ্য থাকে ঈদে বড় বাজেটের ছবি বুক করা।'

রাজধানীর মধুমিতা সিনেমা হলে এবার চলবে শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‌'সুপার হিরো'। মধুমিতা সিনেমা হলের কর্ণধার বাংলাদেশ হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, 'লোকসান পোষানোর জন্য ঈদের সিনেমার দিকেই তাকিয়ে থাকি। কিন্তু এবার মনে হয় আমাদের কপাল খারাপ। ঈদের সিনেমা তেমন ব্যবসা করবে না, কারণ ঈদের আগে আগেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশের মানুষ তো খেলা পাগল। তারা খেলা ছেড়ে সিনেমা দেখতে যাবে বলে মনে হয় না। ফলে এবার বোধহয় লোকসান পুষিয়ে ওঠা হবে না। এটা শুধু আমাদের জন্য না, প্রযোজকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তারপরও আশায় আছি যারা খেলা অতটা পছন্দ করেন না, সেই সমস্ত দর্শকরা যদি হলে আসেন। আমাদের জন্য এবার সবাই একটু দোয়া করবেন।'

উল্লেখ্য, চলতি ঈদ উৎসবে মুক্তি পেয়েছে মোট পাঁচটি ছবি। এগুলো হলো- সুপার হিরো (৯০টি হল), পোড়ামন-২ (২২), 'চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া (১৪০), পাঙ্কু জামাই (৪০), ও কমলা রকেট (২)।

/এসএস/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য