X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্বামীকে বহিষ্কার, স্ত্রীকে স্বাগত!

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০১৮, ১৫:১৫আপডেট : ২৮ জুন ২০১৮, ১৯:১৪

ইমানুয়েল সিনির ও রোমান পোলানস্কি মিটু হ্যাশট্যাগ (#MeToo) আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিতর্কিত নির্মাতা রোমান পোলানস্কিকে গত মাসে অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য তালিকা থেকে বহিষ্কার করা হয়। তবে তার স্ত্রী ইমানুয়েল সিনিরকে এ বছর অস্কারের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মতি জানালে পুরস্কার প্রদানের ক্ষেত্রে ভোটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ফরাসি এই অভিনেত্রীর।
১৯৭৭ সালে সামান্থা জিমার নামে এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে পোলানস্কির বিরুদ্ধে। পরে তা স্বীকার করায় ৪২ দিন জেল খেটেছেন তিনি। এরপর থেকে নিজ দেশে ফিরছেন না ৮৪ বছর বয়সী এই মার্কিন পরিচালক। অস্কার থেকে বহিষ্কৃত হওয়ার পর সদস্যপদ ফিরে পেতে অ্যাকাডেমির বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
এখন ফ্রান্সে বসবাস করছেন পোলানস্কি। তার পরিচালনায় ‘বিটার মুন’, ‘ভেনাস ইন ফুর’, ‘দ্য নাইন্থ গেট’ ছবিতে অভিনয় করেছেন ইমানুয়েল সিনির। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী ফরাসি বিনোদন শিল্পের প্রথম সারির তারকা। গায়িকা হিসেবেও সুনাম আছে তার।
গত বছরের অক্টোবরে অস্কার থেকে বহিষ্কৃত হন নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। তার বিভিন্ন ছবি অস্কারে ৩০০টিরও বেশি মনোনয়ন পেয়েছে।

সূত্র: বিবিসি

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!